বোলারদের দাপটে সিরিজে ফিরল আয়ারল্যান্ড

ছবি: ছবিঃ আফগানিস্তান ক্রিকেট বোর্ড

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে আয়ারল্যান্ড। ৩ ম্যাচ সিরিজের ওয়ানডেতেও শুরুটা ভালো হয়নি তাদের। প্রথম ম্যাচে সফরকারীদের কাছে ২৯ রানে হারে আইরিশরা।
তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে তারা। আফগানিস্তানকে তারা হারিয়েছে ৩ উইকেটের ব্যবধানে। ফলে সিরিজে ১-১ সমতা এসেছে। আগামী শুক্রবার বেলফাস্টে সিরিজ নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বুধবার বেলফাস্টে টসে জিতে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে আফগানিস্তান। ব্যাটিংয়ে নেমে দলীয় ১৬ রানের মধ্যে টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারায় আফগানিস্তান।
কোনো রান না করেই আউট হন ওপেনার শাহজাদ। তাছাড়া, ১ রান করে হজরতউল্লাহ, ৭ রান করে নাইব ও ২ রান করে সাজঘরে ফিরেন শহীদি। এই চাপ থেকে শেষ পর্যন্ত উঠতে পারেনি আফগানরা।
দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নজিবুল্লাহ জাদরান। এছাড়া ৩৯ ও ৩২ রান করে করেন অধিনায়ক আসগর আফগান ও রহমত শাহ। আর তাতেই নির্ধারিত ৫০ ওভারে আফগানিস্তানের ইনিংস থামে ৯ উইকেট হারিয়ে ১৮২ রানে।
আয়ারল্যান্ডের হয়ে ১০ ওভারে ৩০ রানে ৪ উইকেট শিকার করেন পেস বোলার টিম মুরতাঘ। তাছাড়া ১ টি করে উইকেট নিয়েছেন পিটার চেজ, অ্যান্ডি ম্যাকব্রেইন ও সিমি সিং। এই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের ৩৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর ফেলে আয়ারল্যান্ড।
দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন অ্যান্ডি বালবিরনি। এছাড়া ৩৯ রান করেন পল স্টারলিন ও সিমি সিংয়ের ব্যাট থেকে আসে ৩৬ রান। আফগানিস্তানের হয়ে ৩ টি উইকেট দখল করেছেন রশিদ খান। ২ টি উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী। ১ টি করে উইকেট গেছে মুজিব ও আফতাবের ঝুলিতে।