আরব আমিরাত, ওমান ও মালয়েশিয়ার দাপুটে জয়

ছবি: ছবিঃ এসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের এবারের আসরের বাছাই পর্বের পর্দা উঠেছে বুধবার। প্রথম দিনে মোট টিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জয় পেয়েছে স্বাগতিক মালয়েশিয়া, ওমান আর সংযুক্ত আরব আমিরাত।
দিনের প্রথম খেলায় স্বাগতিক মালয়েশিয়া ৩ উইকেটের ব্যবধানে হারিয়েছে হংকংকে। আগে ব্যাট করে মারকুটে ব্যাটসম্যান বাবর হায়াতের ৫৮ রানের ইনিংসে ভর করে ১৬১ রানের পুঁজি পায় হংকং।

জবাবে ব্যাট করতে নেমে ৪৩ বল বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে জয় নিয়ে এশিয়া কাপ কোয়ালিফায়ারে শুভ সূচনা করে মালয়েশিয়া। এই ম্যাচে স্বাগতিকদের হয়ে শফিক শরিফ করেন ৪৯ রান।
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী নেপালকে হারিয়ে দিয়েছে ওমান। আগে ব্যাট করে সাগর পানের ৮৩ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে নেপাল।
জবাবে ১২ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ওমান। ওমানের মিডেল অর্ডার ব্যাটসম্যান খাওয়ার আলি অপরাজিত ছিলেন ৮৪ রান করে। ৪৫ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন তার সঙ্গী জিসান মাসুদ।
এদিকে, প্রথম দিনের খেলায় সবচেয়ে বড় জয়টি পেয়েছে আরব আমিরাত। তারা আগে ব্যাট করে, চিরাগ সুরির সেঞ্চুুরিতে ৮ উইকেটে ৩১২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় সিঙ্গাপুরের বিপক্ষে।
জবাবে আহমেদ রাজার বিধ্বংসী বোলিংয়ে ২৫.৪ ওভারে ৯৭ রানেই গুটিয়ে যায় সিঙ্গাপুরের ইনিংস। রাজা একাই ৬ উইকেট দখল করেছেন মাত্র ২০ রানের বিনিময়ে। আরব আমিরাত জয় পেয়েছে ২১৫ রানের বড় ব্যবধানে।