যুব এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

ছবি: বাংলাদেশ যুব দল

|| ডেস্ক রিপোর্ট ||
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের পর্দা উঠছে আগামী ২৭ সেপ্টেম্বর। এই আসরকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্প্রতি ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে।
এই দলে ৪ জন বিশেষজ্ঞ ওপেনার, ৬ জন মিডেল অর্ডার ব্যাটসম্যান, ৩ জন স্পিনার, ৫ জন অলরাউন্ডার ও ৫ জন বিশেষজ্ঞ পেসারকে ডাকা হয়েছে। এদিকে যুব এশিয়া কাপের এবারের আসরে অংশ নেবে আটটি দল।

ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও কক্সবাজারের মোট চারটি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো- চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়াম এবং কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমি মাঠ।
২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ অক্টোবর। অংশ নিবে স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, হংকং এবং সংযুক্ত আরব আমিরাত। দুইটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে।
যুব এশিয়া কাপের গত আসর অনুষ্ঠিত হয়েছিল মালয়েশিয়ায়। বাংলাদেশ গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে খেলেছিল সেমি-ফাইনালে। সেমি-ফাইনালে বৃষ্টি আইনে পাকিস্তানের কাছে দুই রানে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছিল টাইগাররা।
যুব এশিয়া কাপের ২৩ সদস্যের বাংলাদেশ দলঃ মোঃ প্রান্তিক নওরোজ, সাজিদ হাসান, প্রীতম কুমার, তানজীদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তওহীদ হৃদয়, মাহমুদুল হাসান জয়, অমিত হাসান, শামীম পাটওয়ারি, মোহাম্মদ আকবর আলী, রাকিবুল হাসান, নাইম হাসান সাকিব, শাহদাত হোসেন দীপু, রিশাদ হোসেন, মোঃ মৃত্যুঞ্জয় চৌধুরী, আভিষেক দাস, তানজিল হোসেন সাকিব, রয়েল আহমেদ, শরিফুল ইসলাম, আসাদুল্লাহ হিল গালিব, শাহীন আলম ও মেহেদী হাসান।