promotional_ad

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ ফিক্সিং করেছিল অজিরা?

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


চলতি বছরের মে মাসে আল জাজিরা ম্যাচ ফিক্সিংয়ের ব্যাপারে একটি তথ্যচিত্র প্রচার করে। যেখানে শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিপক্ষে বিভিন্ন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়।


ক্রিকেট অস্ট্রেলিয়া এই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের তদন্ত করছে। দ্রুতই এই তথ্য চিত্রের দ্বিতীয় পর্ব সম্প্রচার করবে আল জাজিরা। যেখানে অস্ট্রেলিয়ার ক্রিকেটের ফিক্সিংয়ের বিভিন্ন তথ্য রয়েছে। ইতিমধ্যে দ্বিতীয় পর্বের একটি ট্রেইলার প্রকাশ করেছে আল জাজিরা।


সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, এই বিষয়ে তারা অবগত আছেন। তাদের দুর্নীতি বিরোধী ইউনিট ম্যাচ ফিক্সিংয়ের তদন্ত করছে।



promotional_ad

তারা নিশ্চিত করেছে, ২০১১ সালের কয়েকটি ম্যাচ ঘিরে এই অভিযোগ তুলেছে আল জাজিরা। সে বছর বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজসহ আরও কয়েকটি সিরিজে অস্ট্রেলিয়ার সাবেক এবং বর্তমান খেলোয়াড়রা ফিক্সিংয়ে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আল জাজিরা তাদের দ্বিতীয় তথ্যচিত্র প্রকাশ করার আগেই এর তথ্য দিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন করেছে ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকইনফোসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গনমাধ্যম।


২০১১ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসে। সিরিজে তারা ৩-০ ব্যবধানে জয় পায়। সেই বছর ওয়ানডে বিশ্বকাপ, শ্রীলঙ্কা সফর ও দক্ষিণ আফ্রিকা সফর করে অস্ট্রলিয়া।


এরপর ঘরের মাঠে স্বাগত জানায় নিউজিল্যান্ড এবং ভারতকে। প্রথম তথ্যচিত্র প্রচারিত হওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আল জাজিরার সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু সংবাদ মাধ্যমটি কোনো তথ্য দিতে অপরাগতা প্রকাশ করে।



ফলে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে খুব একটা অগ্রগতি হয়নি। এদিকে সম্প্রতি আইসিসিও তাদের সাথে যোগাযোগ করেছে। তবে আল জাজিরার পক্ষ থেকে জানানো হয়েছে তাদের সঙ্গে আইসিসির কোনো আলোচনা হয়নি।


ফিক্সিংয়ে জড়িত খেলোয়াড়দের নাম প্রকাশ না করা হলেও ফিক্সারদের ভেতর থেকে অনিল মুনাওয়ার নামের একজনের কথা বলা হয়। অনিল কিভাবে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সাথে জড়িয়েছেন এই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।


    



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball