শ্রীলঙ্কার অজুহাতে এইচপি স্কোয়াডের সফর বাতিল

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিসিবি হাই পারফর্মেন্স ইউনিটের শ্রীলঙ্কা সফর করার কথা ছিল। কিন্তু লঙ্কান বোর্ডের সাথে বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত সফরটি বাতিল করতে হয়েছে। ফলে কোন বিদেশ সফর ছাড়াই এইচপি প্রোগ্রামের ইতি টানতে হল।
শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি) কোন প্রকার আর্থিক সহযোগিতা না করবে না, যার কারনে এইচপি স্কোয়াডের ক্রিকেটারদের সফরটি হচ্ছে না। দীর্ঘদিন ধরে ফিটনেস ও স্কিল টেনিং করে আসা ক্রিকেটারদের এখন বেকার বসে থাকতে হচ্ছে।

কিন্তু এইচপির একমাত্র বিদেশ সফর বাতিল হলেও খুব একটা হতাশ নন বিসিবি গেইম ডেভলপমেন্ট ম্যানেজার কায়সার আহমেদ। তিনি বলেছেন, 'আমাদের এইচপি দলের শ্রীলঙ্কা সফরটি বাদ দিতে হয়েছে।
'কারন শ্রীলঙ্কা কোন আর্থিক সহযোগিতা করতে চাইছে না। যদিও আমাদের কিছু ক্রিকেটার এ দলেরন সাথে আয়ারল্যান্ড সফর করে এসেছে। একই সাথে আমাদের ঘরোয়া ক্রিকেটের বিষয়টিও মাথায় রাখতে হবে, যা অক্টোবরে শুরু হবে এবং আশা করছি সেখানে সবাই খেলবে।'
গত বছর এইচপি দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর করেছিল, যেখানে স্থানীয় দলের সাথে খেলেছিল তারা। কিন্তু এবার সেই তুলনায় কোন ম্যাচ খেলার সুযোগই পেল না স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। বলা চলে, বড় বাজেটের এই এইচপি প্রোগ্রাম সঠিক পথে এগোচ্ছে না।
স্থানীয় কোচ সালাউদ্দিনের কাছে এইচপির মত প্রোগ্রামের ভিন্ন অর্থ বহন করে। তার ভাষায়, 'এভাবে এইচপির মত প্রোগ্রাম চালানো ঠিক কিনা, আমি নিশ্চিত নই। আমরা নিজেরাই জানি না কিভাবে এটাকে সামনে গিয়ে নিতে হবে। এই দলে থাকা ক্রিকেটাররা যাতে জাতীয় দলের ক্রিকেটারদের কঠিন সময় দিতে পারে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে।'