promotional_ad

টেস্ট অভিষেকের অপেক্ষায় পৃথ্বী ও হানুমা

পৃথ্বী শ এবং হানুমা বিহারি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যাম টেস্টে ২০৩ রানের দারুণ একটি জয় দিয়ে সিরিজ বাঁচিয়ে রেখেছে সফরকারি ভারত। চলতি মাসের ৩০ তারিখে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে ইংলিশদের বিরুদ্ধে লড়াইয়ে নামবে কোহলি বাহিনী। 


আর এই ম্যাচকে সামনে রেখে ভারতীয় স্কোয়াডে দুটি পরিবর্তন এসেছে। সাউদাম্পটন টেস্টের দলে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী পৃথ্বী শ এবং ২৪ বছর বয়সী হানুমা বিহারি। অপরদিকে বাদ পরতে হয়েছে ওপেনার মুরলি বিজয় এবং স্পিনার কুলদ্বীপ যাদবকে। লর্ডস টেস্টের দুই ইনিংসে শুন্য রানে আউট হওয়ার ফল হাতেনাতেই পেয়েছেন বিজয়। 


অপরদিকে কুলদ্বীপকে মূলত 'এ' দলের হয়ে খেলানোর জন্য ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইংল্যান্ডের কন্ডিশনের কথা মাথায় রে???েই একাদশে এক স্পিনার রাখাটা সমীচীন হবে বলে মনে করছেন রবি শাস্ত্রী। সেই কারণে রবিচন্দ্র অশ্বিন ছাড়া আর কাউকে রাখতে চাইছে না তারা। ফলে কুলদ্বীপকে অস্ট্রেলিয়া 'এ' দলের বিপক্ষে খেলানো হবে। 



promotional_ad

এদিকে গত কয়েক বছর ধরে দারুণ ক্রিকেট খেলে আসছেন ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক পৃথ্বী শ। তাঁর অধীনেই গত ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আসরে দিল্লি ডেয়ারডেভিলসের হয়েও খেলেছিলেন তিনি। 


শুধু তাই নয়, প্রথম শ্রেণীর ক্রিকেটে মাত্র ১৪ ম্যাচে ৫৬.৭২ গড়ে ১৪১৮ রান সংগ্রহ করেছেন পৃথ্বী। আর লিস্ট 'এ' ক্রিকেটে তাঁর সংগ্রহ ১৯ ম্যাচে ৬৫১ রান। এরূপ পরিসংখ্যান দেখেই মূলত তাঁকে প্রথমবারের মতো ডাকা হয়েছে টেস্ট স্কোয়াডে। এবার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। 


অপরদিকে স্কোয়াডে ডাক পাওয়া ডানহাতি ব্যাটসম্যান হানুমা বিহারিও রয়েছেন সম্প্রতি দারুণ ফর্মে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫৯.৭৯ গড়ে ৬৩টি ম্যাচে ৫১৪২ রান করেছেন তিনি। যেখানে তাঁর সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৩০২ রানের। বর্তমানে প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর মত ব্যাটিং গড় তেমন কারোই নেই। টেস্টে তাঁর কার্যকারীতার কথা চিন্তা করেই ইংলিশদের বিপক্ষে এবার তাঁকে রাখা হল স্কোয়াডে। 


ভারত স্কোয়াড- 



ভিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পুজারা, আজিংকা রাহানে, রিশাভ পান্ট (উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, শার্দূল ঠাকুর, করুন নায়ার, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হানুমা বিহারি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball