promotional_ad

সন্তুষ্ট নন মুস্তাফিজ

মুস্তফিজুর রহমান
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||  


ক্যারিবিয়ানদের বিপক্ষে টি টুয়েন্টি সিরিজে বল হাতে দারুণ ছন্দে ছিলেন টাইগারদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে মাত্র ১৮ রানে ২ উইকেট শিকার করার পর দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে ৩টি করে করে উইকেট নিয়েছিলেন তিনি। পাশাপাশি টি টুয়েন্টি সিরিজ জয়েও রেখেছিলেন অন্যতম ভূমিকা।


টি টুয়েন্টি সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৫টি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন ফিজ। সুতরাং সবমিলিয়ে বলা চলে ক্যারিবিয়ান সফরটি খুব একটা মন্দ কাটেনি ফিজের। কিন্তু এরপরেও খুব তেমন একটি সন্তুষ্ট হতে পারছেন না টাইগার এই পেস তারকা।  



promotional_ad

'আমরা সিরিজে (টি টুয়েন্টি) একটি ইউনিট হিসেবে খেলেছিলাম, কিন্তু আমার যতটুকু মনে হয় ব্যক্তিগত দিক থেকে এটি খুব একটা ভালো পারফর্মেন্স ছিল না আমার জন্য। আমার আরো ভালো বোলিং করা উচিৎ ছিল যা আমি করেছি তার থেকে।'


ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরির সাথে লড়াই করে আসছেন মুস্তাফিজুর রহমান। সর্বশেষ আইপিএলে খেলতে গিয়েও দেশে ইনজুরি নিয়ে ফিরেছিলেন তিনি। পরবর্তীতে বেশ কিছুদিন মাঠের বাইরে কাটাতে হয় তাঁকে। খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে টি টুয়েন্টি সিরিজেও। আর এই ইনজুরির কারণেই দিন দিন আত্মবিশ্বাসে ফাটল ধরছে তাঁর। এই বিষয়টি নিজেও স্বীকার করেছেন ফিজ। তাঁর ভাষ্যমতে,


'প্রত্যেক ক্রিকেটারই এই ধরণের ইনজুরি থেকে ফেরার পরে তটস্ত থাকবে এটাই স্বাভাবিক। যেহেতু আমি এর আগেও বেশ কয়েকবার ইনজুরি থেকে উঠে এসেছি সুতরাং এই বিষয়টি আমার মনের মধ্যে গেঁথে গিয়েছে।'



অবশ্য পেস বোলাররা যে ইনজুরিতর ভয়ে সর্বদা ভীত থাকবে এটাই স্বাভাবিক বলে উল্লেখ করেছে মুস্তাফিজ। ঠিক যেমনটি তিনিও করেন। তবে এখান থেকেই নিজেকে মানিয়ে নিয়ে সফলভাবে খেলে যাওয়াটাই মূল সাফল্য। আর সেটি করতেই বদ্ধপরিকর তিনি। টাইগার এই পেসার বলেন, 


'সত্যি কথা বলতে পেস বোলাররা অন্যান্যদের থেকে অনেক বেশি ইনজুরি নিয়ে ভীত থাকে। তবে আমাকে শিখতে হবে কিভাবে মানিয়ে নিতে হয় এবং খেলতে হয় কারণ আপনি যখন খেলবেন তখন ইনজুরির সম্ভাবনা থাকবেই।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball