'ব্যাটিংয়ের রোল সবসময় এক রকম থাকে না'

ছবি: মোহাম্মদ মিথুন

।।ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট।।
আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে টি টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ 'এ' দলের জয়ের নায়ক ছিলেন মোহাম্মদ মিথুন। ডাবলিনে অনুষ্ঠিত সেই ম্যাচ ব্যাট হাতে মাত্র ৩৯ বলে ৮০ রানের ক্যামিও একটি ইনিংস খেলেছিলেন তিনি।
আর তাঁর এই ব্যাটিং তান্ডবের সুবাদেই ম্যাচটিতে ৬ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। এরই সাথে সিরিজ জয়ের আনন্দে ভাসে তারা। সফল একটি আয়ারল্যান্ড সফর শেষে আজই দেশে ফিরেছে বাংলাদেশ 'এ' দল।

দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জয়ের নায়ক মিথুন। সেখানে তিনি জানিয়েছেন দলের জয়ে অবদান রাখতে পেরে বেশ সন্তুষ্ট তিনি। মূলত নিজের উপরে আত্মবিশ্বাস ছিল বিধায় এমন ইনিংস খেলা সম্ভব হয়েছে বলে বিশ্বাস করেন তিনি। এই প্রসঙ্গে মিথুন বলেন,
'অবশ্যই ভালো লেগেছে যে আমার কন্ট্রিবিউশনে একটি ম্যাচ জিততে পেরেছি। সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল, সুতরাং আমাদের জেতাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। কারণ ওদের বিপক্ষে হারাটা আসলেই খারাপ হতো। তবে আমাদের মধ্যে বিশ্বাস ছিল। আর ওপরের সারির ব্যাটসম্যানদের রান করতে হবে, আমাদের পরিকল্পনাতে এমনটাই ছিল। আমি সেভাবেই চেষ্টা করেছি।'
ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) সাধারণত ওপেনিং কিংবা তিন নম্বরে ব্যাটিং করেন মিথুন। আয়ারল্যান্ডেও অবশ্য ওপেনিংয়েই নেমেছিলেন তিনি। সেই ম্যাচে বৃষ্টির কারণে বাংলাদেশের লক্ষ্য নির্ধারিত হয়েছিল ১৮ ওভারে ১৮২ রান।
নিদারুণ এই চাপের মাঝেও মারমুখী খেলে দলকে জয় এনে দিয়েছিলেন মিথুন। দলের প্রয়োজনে যেমনটা দরকার তেমনটাই খেলতে পেরেছেন বলে মনে করেন তিনি। মিথুনের ভাষ্যমতে,
'দেখেন ব্যাটিংয়ের রোল কিন্তু সবসময় এক রকম থাকে না। ডিপিএলে যেমন আমি ওপেন করি, ওয়ান ডাউনে কিংবা টু ডাউনেও খেলি। আমার লক্ষ্য ছিল শেষ পর্যন্ত খেলার। আমার সেখানে যে রোল ছিল আমি সেভাবেই খেলেছি। যেমন ওপেন করেছি। ১৮ ওভারে ১৮২ রানের লক্ষ্য, এখানে তো আমি ঐ ধরণের রোল (ডিপিএলের মতো) পালন করলে ম্যাচ জিততে পারবো না।'