রোডসের দীক্ষায় ঘুরে দাঁড়াবেন সোহান?

ছবি: নুরুল হাসান সোহান

বেশ অনেক দিন থেকেই বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে মনোনীত হচ্ছেন না টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। সর্বশেষ ওয়ানডে তিনি খেলেছিলেন ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে।
এই কারণে তাঁর জন্য সম্প্রতি শেষ হওয়া আয়ারল্যান্ড সফরটি নিজেকে প্রমাণের উপলক্ষই ছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে সফরটি খুব একটা ভালো কাটেনি তাঁর। কুঁচকির ইনজুর?? পড়ে সফরের মাঝপথেই দেশে ফিরতে হয়েছিল নুরুলকে। ইনজুরিতে পড়ার আগে আইরিশদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলেছিলেন তিনি।
তবে এই তিন ম্যাচের মধ্যে একটি পরিত্যক্ত হয়েছিল আর বাকি দুটিতে যথাক্রমে পাঁচ এবং শুন্য রান করেন ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। এরপরেই ইনজুরির কারণে দেশে ফেরত আসেন তিনি।
অবশ্য বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা সোহান আশা করছেন সামনে ঘরোয়া ক্রিকেট এবং জাতীয় দলের ক্যাম্পে ভালো পারফর্মেন্স দেখিয়ে আবারও জাতীয় দলে জায়গা পাকা করে নেয়ার।

সেই লক্ষ্যে পুরোদমে অনুশীলন শুরুও করে দিয়েছেন সোহান। একাত্তর টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন পরবর্তীতে আবারও সুযোগ আসলে যেন ভালো করা সম্ভব হয় এর জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। নুরুল বলেছেন,
'আসলে কিছু কিছু ব্যাপার থাকে যা নিজের হাতে থাকে না। সামনে আমাদের ঘরোয়া ক্রিকেটের খেলা আছে, জাতীয় দলের ক্যাম্পও শুরু হচ্ছে। সেগুলোর জন্য নিজেকে প্রস্তুত রাখাই এখন মূল লক্ষ্য যেন পরবর্তীতে সুযোগ আসলে যেন ভালো কিছু করতে পারি।'
বাংলাদেশ দলের নতুন কোচ স্টিভ রোডস সম্পর্কেও কথা বলেছেন সোহান। ইংলিশম্যানের অবশ্য প্রশংসাই করেছেন তিনি। রোডসকে নিপাট একজন ভদ্রলোক হিসেবেই আখ্যা দিয়েছেন সোহান। পাশাপাশি কোচের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সুযোগও বেশি রয়েছে উল্লেখ করে টাইগার এই ব্যাটসম্যান বলেন,
'আসলে আমার কাছে মনে হয়, নতুন যে কোচ এসেছেন উনি যথেষ্ট ভদ্রলোক। তাঁর সাথে আলোচনা করার বিষয়টি বেশি থাকে। কোনটি ভালো হচ্ছে, কোনটি খারাপ হচ্ছে এগুলো বুঝিয়ে দেন। ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে তাঁর সাথে ৪৫ মিনিটের মতো কথা হয়েছিল সবকিছু নিয়ে। আমার কাছে মনে হয় ইনশাল্লাহ আমাদের জন্য ভালোই হবে।'
কোচকে নিয়ে সোহানের পাশাপাশি সন্তুষ্ট জাতীয় দলের অন্যান্য ক্রিকেটাররাও। এখন দেখার বিষয় সাবেক এই ইংলিশ ক্রিকেটারের অধীনে কতটা উন্নতি সাধন করতে পারেন নুরুল হাসান সোহান।