promotional_ad

ক্রিকেটকে বিদায় জানালেন মিচেল জনসন

মিচেল জনসন
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সকল ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেস তারকা মিচেল জনসন। ৩৬ বছর বয়সী এই পেসার ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন।


এরপর থেকে তিনি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লীগগুলোতে খেলে আসছিলেন। এবার পুরো ক্রিকেট থেকেই সরে দাঁড়ালেন তিনি। চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন জনসন। 



promotional_ad

এদিকে ক্রিকেট থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে অজি এই পেসার জানিয়েছেন মূলত খেলার জন্য যে তাঁর শরীর আর তেমন সাড়া দিচ্ছেন না বিধায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়া ভিত্তিক সংবাদমাধ্যম পার্থ নাউকে দেয়া এক সাক্ষাৎকারে জনসন বলেন, 


'এটি শেষ। আমি আমার ক্যারিয়ারের সর্বশেষ বলটি করে ফেলেছি এবং শেষ উইকেটটিও নিয়েছি। আজ আমি আমার অবসরের ঘোষণা দিচ্ছি সবধরনের ক্রিকেট থেকেই। আমি আশা করেছিলাম আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত বিশ্বের বিভিন্ন টি টুয়েন্টি টুর্নামেন্টে অংশ নিব, কিন্তু আমার শরীর আর সাড়া দিচ্ছে না।'


বর্তমানে যে পিঠের ইনজুরিতে ভুগছেন জনসন সেটিও স্বীকার করেছেন। গত আইপিএল থেকে বয়ে নিয়ে আসা এই ইনজুরিটিও তাঁর অবসরের আরেকটি কারণ। অজি এই পেস তারকা নিজেই সেটি স্বীকার করলেন। তাঁর ভাষ্যমতে, 



'আমি যদি শতভাগ ফিট হয়ে না খেলতে পারি তাহলে আমি আমার সর্বোচ্চটা দিতে পারবো না দলের জন্য। আর আমার জন্য সবার আগে দল। আমি ক্রিকেট খেলার থেকে সরে দাঁড়াতে প্রস্তুত এবং আমার পরবর্তী জীবনে পদার্পণ করতেও।'  


উল্লেখ্য অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হয়ে ৭৩টি টেস্টে ৩১৩ উইকেট শিকার করেছিলেন জনসন। আর ওয়ানডে ১৫৩টি ম্যাচে ২৩৯ উইকেট তাঁর দখলে। এছাড়াও দেশের হয়ে ৩০টি আন্তর্জাতিক টি টুয়েন্টিতে ৩৮টি উইকেট নিয়েছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball