promotional_ad

বিশ্বকাপের আগেই স্থায়ী সঙ্গী পাওয়ার আশায় তামিম

তামিম ও বিজয়, ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

||ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট||


বেশ কিছুদিন থেকে তামিম ইকবালের ওপেনিং সঙ্গী সঙ্কটে ভুগছে বাংলাদেশ। দীর্ঘ ১১টি বছর ধরে বাংলাদেশ দলের ওপেনার হিসেবে ব্যাট করলেও স্থায়ী কোন সঙ্গীই পাননি তামিম। এই সময়ের মধ্যে মোট ১৫ জন ওপেনার খেলেছেন তাঁর সঙ্গী হিসেবে। কিন্তু কেউই থিতু হতে পারেননি।


এই কারণে অনেকের ভাষ্যমতে, এখন পর্যন্ত যারা ওপেনিং পজিশনে ব্যাটিং করতে এসেছে তাদের কেউই নিজেদের দায়িত্ব সম্পর্কে সিরিয়াস নন। যদিও টাইগার ওপেনার তামিম এমনটা মানতে একেবারেই নারাজ।



promotional_ad

তামিমের মতে তাঁর সঙ্গে যারা খেলতে নামেন তারা সর্বদাই নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করেন। ক্রিকেটার হিসেবে মাঝে মাঝে খারাপ সময় আসতে পারে বলেও বিশ্বাস করেন তিনি। এই অভিজ্ঞ টাইগার ওপেনার বলেছেন, 


'ওদের কারও যোগ্যতা নিয়ে আমরা সংশয় নেই। আমার সঙ্গে যারাই ওপেন করেছে, সবারই সামর্থ্য আছে বাংলাদেশকে সার্ভিস দেওয়ার। আমার কাছে মনে হয়, একটি-দুটি ম্যাচে ভালো ইনিংস খেলতে পারলে সেই আত্মবিশ্বাস নিয়েই ওরা দলে থিতু হতে পারবে।'


আগামী বছরের বিশ্বকাপের আগেই একজন ভালো ওপেনিং সঙ্গী পেয়ে যাবেন বলে বিশ্বাস করছেন তামিম ইকবাল। বিশেষ করে পর্যাপ্ত সুযোগ পেলে যে কেউই নিজেদের প্রমাণ করতে সক্ষম উল্লেখ করে তিনি বলেন,  



'বিশ্বকাপের বেশি দিন নেই। তবে আমাদের অনেক খেলা আছে। টিম ম্যানেজমেন্ট যাদের নিয় ভাবছে, আশা করি তাদের যথেষ্ট সময় দেওয়া হবে। পর্যাপ্ত সুযোগ পেলে আশা করি ওরা ভালো করবে। তারা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball