promotional_ad

ভবিষ্যৎ কান্ডারিদের পরখ করতে পেরে সন্তুষ্ট বাশার

হাবিবুল বাশার, ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ 'এ' দলের সঙ্গে বর্তমানে আয়ারল্যান্ড সফরে রয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। সেখানে থেকে চাক্ষুষ প্রত্যক্ষও করেছেন বাংলাদেশের খেলা। 


মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ আইরিশদের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ২-২ তে ড্র করেছে। তবে নির্বাচক বাশারের মতে ড্রয়ের পরিবর্তে ৩-১ এ সিরিজ জয় করা উচিৎ ছিল বাংলাদেশ 'এ' দলের। এই প্রসঙ্গে তিনি বলেছেন, 'ওয়ানডে সিরিজটা ৩-১ হওয়া উচিত ছিল। দ্বিতীয় ম্যাচে আমরা ভালো করতে পারিনি। ওরাও প্রায় জাতীয় দল খেলিয়েছে।'


তবে সিরিজটি ড্র করলেও ক্রিকেটারদের সামনে থেকে প্রত্যক্ষ করার যে উদ্দেশ্য ছিল সেটি সফল হয়েছে পুরোপুরি বলে উল্লেখ করেছেন বাশার। আয়ারল্যান্ড সফর যথেষ্ট কাজে দিয়েছে বলেও বিশ্বাস করেন সাবেক এই অধিনায়ক। তাঁর ভাষায়,  



promotional_ad

'এই সফরে ফলের চেয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল খেলোয়াড়দের দেখা। আমরা যে ভাবনা নিয়ে আয়ারল্যান্ডে এসেছিলাম, সেটা অনেকটা কাজে দিয়েছে।'


আয়ারল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে খেলা যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জিং হিসেবে মানছেন বাশার। তবে এবার যে 'এ' দলটি গঠন করা হয়েছে সেটি মূলত ভবিষ্যতের কথা মাথায় রেখেই করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচক। তিনি বলেছেন,   


'আইরিশ কন্ডিশনটা সব সময়ই আমাদের জন্য কঠিন। এবারের দলটা আমাদের প্রথাগত ‘এ’ দলের মতো নয়। ‘এ’ দল সাধারণত জাতীয় দলের সেতু হিসেবে কাজ করে। তবে, এবার ‘এ’ দল আমরা করেছি আগামী দুই-তিন বছরের কথা চিন্তা করে।'


আয়ারল্যান্ড সফরের দলটিতে যারা খেলেছেন তাদেরকেই আগামী দুই তিন বছরের মধ্যে জাতীয় দলের জন্য চিন্তা করা হবে। আর এই কারণেই তাদেরকে আগেভাগে পরখ করে নেয়া লক্ষ্য ছিলো বিসিবির। সেই লক্ষ্যে অবশ্য খুব একটা ব্যর্থ হয়নি তারা বলে বিশ্বাস করেন হাবিবুল বাশার। তাঁর বক্তব্য, 



'এ দলের সফর নিয়মিত যেহেতু হয় না, এবার চেষ্টা করেছি, দুই-তিন বছর পর জাতীয় দলে যাদের চিন্তা করবো তাদের একটু পরখ করে দেখতে। সে হিসেবে পারফরম্যান্স খুব একটা খারাপ হয়নি।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball