পিএসএল অভিজ্ঞতা দিয়েই বাজিমাত চান তামিম

ছবি: তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি

এশিয়া কাপের প্রথম রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকে পাচ্ছে বাংলাদেশ। এই দুই ম্যাচে জয় দিয়েই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পা রাখতে চায় টাইগাররা। আর সেই কারণে পুরোদমে প্রস্তুতিও নেয়া শুরু করেছে তারা।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে টাইগারদের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল জানিয়েছেন এশিয়া কাপকে সামনে রেখে তাদের প্রস্তুতির কথা। ফাইনালে ওঠা কিংবা চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে এখনই ভাবছেন না তিনি। বরং ভালো খেলে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয়াটাই এখন মূল লক্ষ্য উল্লেখ করে তামিম বলেন,

'প্রথম দুই ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করতে হবে। আমাদের প্রস্তুতিটা হচ্ছে সেই জন্যই। আমরা যদি এখন ফাইনাল কিংবা চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা করি যেটা বুদ্ধিমানের কাজ হবেনা। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য আমাদের প্রথম দুই ম্যাচ জিততে হবে। প্রথম দুই প্রতিপক্ষ নিয়েই আমাদের পরিকল্পনা করা উচিত।'
এশিয়া কাপে ভালো খেলার ব্যাপারে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) অভিজ্ঞতা কাজে আসবে বলে বিশ্বাস করছেন তামিম। পিএসএলে পেশোয়ার জালমির হয়ে এর আগেও আরব আমিরাতে খেলেছেন তিনি। সুতরাং সেখানকার উইকেট সম্পর্কে বেশ ভালো ধারণা আছে তাঁর। আর এটাই তাঁকে আত্মবিশ্বাস যোগাচ্ছে তামিমকে। টাইগার ওপেনারের ভাষায়,
'গত কয়েক বছর ধরে কোন না কোন সময় আমরা সেখানে খেলেছি। উইকেট কি ধরনের হতে পারে, এটা নিয়ে কিছুটা হলেও আমাদের আইডিয়া আছে। যখন ট্রেনিং ক্যাম্প শুরু হবে এবং পরিকল্পনা নিয়ে কথা হবে তখন অবশ্যই এই বিষয়ে আলোচনা করব।'