ম্যাকেঞ্জির দীক্ষায় বদলে যাওয়ার প্রত্যয় তামিমের

ছবি: তামিম ইকবাল- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কিছুদিন আগে শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জি।
৪২ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকানের অধীনে বাংলাদেশের ব্যাটিংয়ে অনেকটাই উন্নতি হবে বলে বিশ্বাস করছেন ক্রিকেট সংশ্লিষ্ট অনেক ব্যক্তিবর্গ। বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল নিজেও মনে করছেন ম্যাকেঞ্জি অনেক কিছুই দিতে পারবেন এদেশের ক্রিকেটকে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁর সাথে কাজ করে ইতিবাচকই লেগেছে তামিমের। বিশেষ করে ম্যাকেঞ্জির ব্যাটিং ভাবনা এবং শিক্ষাগুলোকে কাজে লাগাতে পারলে নিজেদের ব্যাটিংয়ে অনেক বেশি উন্নতি করা সম্ভব উল্লেখ করে টাইগার ওপেনার বলেন,
'আমার কাছে মনে হয় তার বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছু দেয়ার আছে। যতদিন ওর সাথে কাজ করেছি আমার মনে হয় হয়েছে সে দারুন একজন কোচ। সে যেভাবে ব্যাটিং নিয়ে চিন্তা করে, আমার কাছে মনে হয় আমাদের অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে।'
ম্যাকেঞ্জির সাথে আরও কাজ করার জন্য মুখিয়েও আছেন তামিম। প্রোটিয়া এই সাবেক ব্যাটসম্যানদের দীক্ষায় দীক্ষিত হয়ে ব্যাটিংয়ের ধাঁর আরও বৃদ্ধি করতে এখন বদ্ধপরিকর তামিম ইকবাল। আর সেই লক্ষ্য নিয়েই কাজ করে যেতে চান তিনি। তামিমের ভাষ্যমতে,
'আমি ব্যক্তিগত ভাবে মুখিয়ে আছি তার সাথে কাজ করার জন্য। সে আমাকে যেইসব কথা বলেছে তা আমার কাছে ব্যক্তিগত ভাবে খুবই ভালো লেগেছে। আমি ওর কথা গুলো শুনে নিজেকে আরও শাণিত করতে পারি তাহলে, আমার মনে হয় আমি আরও ৫-১০% আরও উন্নতি করতে পারব। ওই উন্নতি করার জায়গাটা আছে। আশা করি ওর সাথে কাজ করে অনেক কিছু নিতে পারব এবং অন্যরাও একই রকম ভাবে চিন্তা করবে।