আজ পুনরায় অনুষ্ঠিত হবে সৌম্যদের 'পরিত্যক্ত' ম্যাচ

ছবি: আয়ারল্যান্ড

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান আয়ারল্যান্ড সফরে বৃষ্টির কাছে এখন পর্যন্ত যথেষ্ট নাস্তানাবুদ হতে হয়েছে বাংলাদেশ 'এ' দলকে। বৃষ্টি বাঁধা না থাকলে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজটি হয়তো নিজেদের করে নিতে সক্ষম হতো মমিনুল হকরা। কিন্তু সিরিজটির প্রথম ম্যাচটি ভেসে যাওয়ায় পরবর্তীতে ২-২ এ সিরিজ শেষ করে বাংলাদেশ।
ওয়ানডের পর এবার টি টুয়েন্টি সিরিজেও একই অবস্থা দেখা যাচ্ছে। প্রথম টি টুয়েন্টি ম্যাচে আইরিশদের বিপক্ষে ৪ উইকেটের জয় দিয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল সৌম্য সরকারের নেতৃত্বাধীন বাংলাদেশ 'এ' দল। লক্ষ্য ছিল ১৫ই অগাস্ট অনুষ্ঠিতব্য দ্বিতীয় টি টুয়েন্টি ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করার।
কিন্তু এই ম্যাচে আবারও সেই বেরসিক বৃষ্টির উৎপাত হয়। গতকাল ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে বৃষ্টির কারণে প্রায় আধা ঘন্টা পর টস করতে নেমেছিলেন দুই দলের অধিনায়ক সৌম্য সরকার এবং এন্ড্রু বালবিরনি। কিন্তু পরবর্তীতে ঝড়ো বৃষ্টির কারণে একটি বলও আর মাঠে গড়াতে পারেনি। শেষ পর্যন্ত পুরো ম্যাচটিই বাতিল করার ঘোষণা দেন আম্পায়াররা।

তবে বাংলাদেশের জন্য সুখবর হল এই ম্যাচটি আজ আবারও মাঠে গড়ানোর প্রস্তাব দিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। আর এই প্রস্তাবে এরই মধ্যে রাজি হয়েছে বাংলাদেশ বলে জানা গেছে। সুতরাং সবকিছু ঠিক থাকলে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় দ্বিতীয় ম্যাচে পুনরায় খেলতে নামবে দুই দল। যদিও এক্ষেত্রে গতকালের একাদশটিই বহাল থাকছে দুই দলের।
উল্লেখ্য আগামী ১৭ই আগস্ট আয়ারল্যান্ড সফরে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে সৌম্য সরকারের দল।
বাংলাদেশ এ (একাদশ):
জাকির হাসান, সৌম্য সরকার (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), আল আমিন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, নাঈম হাসান, তাইজুল ইসলাম, মমিনুল হক।
আয়ারল্যান্ড এ (একাদশ):
স্টুয়ার্ট থম্পসন, উইলিয়াম পোর্টারফিল্ড, এন্ড্রু বালবিরনি (অধিনায়ক), অ্যান্ডি ম্যাকব্রাইন, সিমি সিং, কেভিন ও ব্রিয়েন, লোরাকান টাকার (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, ব্যারি ম্যাকার্থি, ডেভিড ডেলেনি, গ্যারেথ ডেলেনি।