কে হতে যাচ্ছেন সিনহার উত্তরসূরি?

ছবি: নিজাম উদ্দিন, জালাল ইউনুস, সিনহা, মল্লিক

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৯ই আগস্ট মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। তাঁর মৃত্যুতে কে হতে যাচ্ছেন পরবর্তী বিপিএল চেয়ারম্যান সেটি নিয়েই এখন গুঞ্জন চলছে ক্রিকেট পাড়ায়।
তবে এই পদে আসীন হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এবং বোর্ডের ওয়ার্কিং কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ। যদিও এই ব্যাপারে জালাল ইউনুসের সাথে যোগাযোগ করার পরে বেশি কিছু জানাতে পারেননি তিনি।

মূলত পরবর্তী বোর্ড সভাতেই বিপিএলের চেয়ারম্যান কে হতে যাচ্ছেন সেটি নিয়ে আলোচনা করা হবে বলে উল্লেখ করেছেন এই বিসিবি কর্মকর্তা। এই প্রসঙ্গে জালাল ইউনুস সাংবাদিকদের বলেছেন, 'এখনো এ নিয়ে কোন আলোচনা হয়নি। যতটা জানি পরবর্তি বোর্ড সভা হলে হয়তো আলোচনা হতে পারে। এর আগে এ নিয়ে কোন কিছুই বলা যাচ্ছে না।'
চলতি বছরের এপ্রিলে মৃত্যুবরণ করেছিলেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টেংকুও। কিন্তু এখন পর্যন্ত সেই শুন্য পদটি ভরাট হয়নি। জালাল ইউনুস এই বিষয়ে জানালেন বিসিবির গঠনতন্ত্রের ওপর ভিত্তি করেই এই দুইটি শুন্য পদ পূরণ করা হবে। তাঁর ভাষায়,
'দুইটি পদ খালি হয়েছে, একটি নাজমুল করিম টেংকু ও অন্যটি সিনহা ভাইয়ের। এখন বিসিবির গঠনতন্ত্রে যেভাবে বলা আছে সেইভাবেই শূন্য পদ পুরণ করা হবে। দেখতে হবে গঠনতন্ত্রে কি লেখা আছে নির্বাচন নাকি সিলেকশন!'