সাব্বির ও নাসিরের ১০ বছরের নিষেধাজ্ঞা চান সুজন!

ছবি: সাব্বির, নাসির

একের পর বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন বাংলাদেশ দলের কতিপয় ক্রিকেটাররা। আর এই তালিকার সর্বশেষ সংযোজন সাব্বির রহমান রুম্মান এবং নাসির হোসেন। এই দুই ক্রিকেটারকে ঘিরে সম্প্রতি যে সকল বিতর্কিত কাহিনী কিচ্ছা ঘটেছে সেটি মিডিয়ার কল্যাণে কারোই অজানা নয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভক্তকে গালিগালাজ করে বর্তমানে পুরোপুরি ভিলেন বনে গেছেন সাব্বির। নাসিরও অবশ্য কম এগিয়ে নেই এদিক থেকে। ইউটিউব তাঁর বিতর্কিত ঘটনা দিয়ে এরই মধ্যে সয়লাব হয়ে গেছে।
নাসির, সাব্বিরদের এরূপ বিতর্কিত কাহিনীতে ক্ষুব্ধ দেশের ক্রিকেট সমর্থকদের থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও। অনেকেই দাবি তুলেছেন ৫-৬ বছর তাদের নিষিদ্ধ করার। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং জাতীয় দলের বর্তমান ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও এর ব্যতিক্রম নন।

তিনি এতটাই ক্ষুব্ধ যে সরাসরি বলে দিয়েছেন সাব্বির, নাসিরদের ১০ বছরের জন্য নিষিদ্ধ করতে! দেশীয় টিভি চ্যানেল একাত্তরকে দেয়া এক সাক্ষাৎকারে সুজন জানিয়েছেন আশরাফুলের মতো ক্রিকেটার নিষিদ্ধ হতে পারলে সাব্বির এবং নাসিরদেরকেও একই শাস্তি দেয়া উচিৎ। তিনি বলেছেন,
'আশরাফুল যদি একটা কারণে কয়েক বছর নিষিদ্ধ থাকতে পারে তাহলে এরা থাকবে না কেন? আমার তো ইচ্ছা করে তাদের ১০ বছর নিষিদ্ধ করতে। সত্যি কথা হল আমি চাই যে এরা আর নাই খেলুক। আমার কথা হল ভুল ভিন্ন ব্যাপার আর একটা ব্যাপার ক্রমাগত করতে থাকলে বুঝতে হবে সেটি আপনার চরিত্রের মধ্যেই আছে।'
শুধু তাই নয়, কমপক্ষে তিন বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকেই অভিযুক্ত ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবি জানান সুজন। আর তিন বছরের মধ্যে পাপের প্রায়শ্চিত্ত করবেন এই ক্রিকেটাররা উল্লেখ করে তিনি বলেন,
'আমি মনে করি তিন বছর তো মিনিমাম এর উপরে নিষেধাজ্ঞা যাওয়া উচিৎ। তিন বছরের নিচে কোন ছাড় নেই। তিন বছর যখন আপনি খেলতে পারবেন না এবং আপনার পকেটে টাকা থাকবে না এবং যখন আপনি এই হিরোইজম দেখাতে পারবেন না তখন কিন্তু একেবারে মানুষ হয়ে যাবেন।'