এশিয়া কাপের স্কোয়াডে তিন নতুন মুখ

ছবি: বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি

আগামী মাস থেকে অনুষ্ঠিতব্য এশিয়া কাপকে সামনে রেখে ৩১ সদস্যের একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াডে রাখা হয়েছে ইনজুরি আক্রান্ত সাকিব আল হাসানকেও।
পাশাপাশি নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পেস বোলার শরিফুল ইসলাম এবং খালেদ আহমেদ। এছাড়া আরও রাখা হয়েছে ব্যাটসম্যান ফজলে রাব্বিকেও। অপরদিকে উইকেট রক্ষক ব্যাটসম্যান জাকির হাসানকেও মনোনীত করা হয়েছে এই স্কোয়াডে।
স্কোয়াড প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিকে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন,
'উভয় পেস বোলারই সম্প্রতি দারুণ পারফর্ম করেছে এবং আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা ফজলে রাব্বির সম্ভাবনার কথাও চিন্তা করেছি স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে। সে ঘরোয়া ক্রিকেটের দারুণ ধারাবাহিক ছিলো।'
৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াড-