promotional_ad

সাকিব ইস্যুতে এবার ভিন্ন বক্তব্য পাপনের

নাজমুল হাসান পাপন, ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

সাকিব আল হাসানের আঙ্গুলের সার্জারি এশিয়া কাপের আগে হচ্ছে কিনা এটি নিয়ে এখনও দোলাচলে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সাকিব নিজে চেয়েছিলেন টুর্নামেন্টের আগে পুরোপুরি সুস্থ হ???ে তবেই আরব আমিরাতে যাত্রা করতে।  


ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর দেশে ফিরে এমন ইচ্ছার কথাই জানিয়েছিলেন তিনি। তবে সাকিবের এই বক্তব্যের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এশিয়া কাপে টাইগার অলরাউন্ডারকে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। 


আর এতে অনেকেই ধরে নিয়েছিলেন সাকিব এবং পাপনের চাওয়ার মধ্যে সামঞ্জস্যতার অভাব রয়েছে। তবে এবার বিসিবি প্রধান নিজে জানিয়েছেন ভিন্ন কথা। এমনকি সাকিবের অপারেশনের ব্যাপারটিও নাকি জানতেন না পাপন!   


'এটা নিয়ে কোন দ্বিধার ব্যাপার নেই। আমরা একটা চাচ্ছি, সাকিব ভিন্ন কিছু চাইছে... বিষয়টি এমন নয়। ওর যে হাতে ব্যথা, আর অপারেশন লাগবে এটাই তো ঠিক মত জানা ছিল না। সে যে ওয়েস্ট ইন্ডিজে খেলে আসল আর নিদাহাস ট্রফি খেলে আসল, আমরা তো ওর ইনজুরি নিয়ে কিছুই জানি না।'



promotional_ad

নিদাহাস ট্রফি এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই যে ইনজুরিতে পড়েছিলেন সাকিব এই বিষয়ে অবগত ছিলেন না পাপন নিজেও। এই বিষয়টিকে একেবারে নতুন হিসেবেই আখ্যা দিয়েছেন তিনি। পাপনের ভাষ্যমতে,   


'এই সিরিজের ফাইনাল খেলার পর জানতে পারলাম, এর আগে তো জানাই ছিল না যে তার হাতে ব্যথা। বিষয়টা আমাদের জন্য একেবারেই নতুন। শুধু সাকিব নয়, যে কোন প্লেয়ারের হাতে যদি ব্যথা থাকে, আমরা তো অবশ্যই যত দ্রুত সম্ভব সেটার সমাধান চাইব।'


দেশে ফেরার পর কোচের সাথে বৈঠক করেছিলেন সাকিব। সেখানে তিনি জানিয়েছিলেন অপারেশন করানোর ইচ্ছার কথা। কিন্তু সেসময় পাপন নিজেই চেয়েছিলেন যেন জিম্বাবুয়ে কিংবা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অপারেশন করানো হয় সাকিবের। মূলত দলের কথা ভেবেই এমনটা চেয়েছিলেন বোর্ড প্রধান। তাঁর ভাষায়,   


'দেশে ফেরার পর কোচের সাথে বৈঠকে জানা গেল, সে এখন অপারেশন করাতে চাইছে। তখন আমার মনে হয়েছে, যদি হাতে ব্যথা থাকে তাহলে তো আর খেলতেই পারবে না। কিন্তু যদি পরে করার সুযোগ থাকে তাহলে আমরা অবশ্যই চাইব যে জিম্বাবুয়ে সিরিজ কিংবা ওয়েস্ট ইন্ডিজের সময় করলে ভালো হয়, ভালো হয় দলের জন্য।'



তবে পাপন এরপর আরও জানান সাকিবের সার্জারির বিষয়টি সম্পূর্ণ তাঁর ওপরেই ছেড়ে দিয়েছেন তিনি। পাশাপাশি এশিয়া কাপে খেলার ব্যাপারে তাঁকে কোনরূপ চাপ দেয়া হবে না বলেও নিশ্চয়তা প্রদান করেছেন বোর্ড সভাপতি। এই প্রসঙ্গে পাপনের বক্তব্য,  


'পুরোটাই নির্ভর করছে ফিজিও, ডাক্তার ও সাকিবের উপর। সাকিব আমাকে যাওয়ার আগে ফোন করেছিল, জিজ্ঞেস করেছিল কি করবে সে। 'তোমার যদি হাতে ব্যথা থাকে আর তুমি যদি মনে কর এভাবে খেললে সমস্যা হবে তাহলে তুমি অপারেশন করে ফেল,' আমি ঠিক এই কথাটাই বলেছি তাকে। এটাও বলেছি, 'তুমি যদি মনে কর এশিয়া কাপে খেলা সম্ভব তাহলে এশিয়া কাপের পরে কর, দলের জন্য ভালো হবে। সিদ্ধান্ত তোমার উপর।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball