এশিয়া কাপে সমানে সমানে লড়বে বাংলাদেশ

ছবি: আকরাম খান, ক্রিকফ্রেঞ্জি

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে আবহাওয়া জনিত সমস্যায় পরার জোর সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। কেননা দুবাই এবং আবুধাবির আবহাওয়া যথেষ্টই গরম থাকবে এশিয়া কাপের সময়। আর এই গরমের মধ্যে ৫০ ওভারের ম্যাচ খেলা কোন দলের পক্ষেই খুব একটা সহজ যে হবে না তা বলাই বাহুল্য।
সুতরাং দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে টাইগারদের লড়তে হবে সেখানকার কন্ডিশনের সাথেও। তবে কন্ডিশন যেমনই হোক না কেন বাংলাদেশ ঠিকই সেখানে মানিয়ে নিতে সক্ষম হবে বলে বিশ্বাস করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তাঁর মতে দুবাই এবং আবুধাবির আবহাওয়ার সাথে কিছুটা মিল রয়েছে বাংলাদেশের বিধায় সেখানে খুব বেশি কষ্ট হবে না ক্রিকেটারদের। আকরাম খানের ভাষ্যমতে,
'সবারই কষ্ট হবে। তবে ভালো ক্রিকেটারদের যোগ্যতা থাকে সব কন্ডিশনে পারফর্ম করার। ভালো প্লেয়ার উইকেট, কন্ডিশন সব কিছুর সাথেই মানিয়ে নিয়ে পারফর্ম করে। আর আমাদের প্লেয়াররা এমন গরমে অভ্যস্ত। আশা করি ভালো করবে।'

ভেন্যু হিসেবে আরব আমিরাত খুব একটা খারাপ নয় বলেও মনে করছেন আকরাম। যদিও এশিয়ার দেশ হিসেবে এখান থেকে বাড়তি সুবিধা কোনও দলই খুব একটা পাবে না বিশ্বাস বিসিবির এই কর্মকর্তার। এই প্রসঙ্গে তিনি বলেছেন,
'এখানে পাকিস্তান একটু এগিয়ে থাকবে। তারপরও যে কন্ডিশন থাকবে, সেখানে আমরা খেলে অভ্যস্ত। প্রত্যেক দলই সেখানকার কন্ডিশনে সহজে মানিয়ে নিতে পারবে। তো আমার কাছে মনে হয় না সেখানকার কন্ডিশন থেকে কেউ কোন বাড়তি সুবিধা পাবে। সব নির্ভর করবে আপনি কিভাবে ম্যাচ গুলো খেলবেন।'
দেশের বাইরে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়া নিয়েও কথা বলেছেন আকরাম। তাঁর মতে দেশের বাইরে এর আগে কিরূপ খেলেছে বাংলাদেশ সেটি না দেখে বরং সামনের দিকে এগিয়ে যাওয়াটাই শ্রেয়। বর্তমানে বিদেশের মাটিতেও বাংলাদেশ নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখতে পেরেছে বলে বিশ্বাস করেন তিনি। আকরাম খান বলেন,
'বাংলাদেশ দল গত দুই-তিন বছর ভালো করা শুরু করেছে। এই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে। এর আগে আমরা কি খেলেছিল সেটা মূল্যায়ন না করি। আমরা দেশের বাইরে অনেক দুর্বল দলের সাথেও হেরেছি।
গত তিন-চার বছর ধরে কিন্তু আমরা ভালো করছি। টি-টুয়েন্টি, ওয়ানডে এমনকি টেস্টেও ভালো দেশের বাইরে ভালো করছি। ওয়েস্ট ইন্ডিজ সফর ছাড়া এর আগেও কিন্তু নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইন্ডিয়ায় ভালো করে এসেছে। এশিয়া কাপে এর আগে দেশের বাইরে ভালো করি নাই, তবে এবার আশা করছি ভালো করবে।'