এশিয়া কাপের টাইটেল স্পন্সর ঘোষণা

ছবি: এশিয়া কাপ

বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এশিয়া কাপ। এরই মধ্যে আগামী মাসের ১৫ তারিখ থেকে দুবাইয়ে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ঘোষণা করা হয়েছে।
এবারের এশিয়া কাপের টাইটেল স্পন্সরশীপ পেয়েছে ইউনিমনি মানি এক্সচেঞ্জ। যার পূর্বের নাম ছিল ইউএই এক্সচেঞ্জ।
এদিকে ১৩ দিন ব্যাপী এই টুর্নামেন্টের বি গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা।
অপরদিকে গ্রুপ এ তে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং ভারত। আর তৃতীয় দল হিসেবে থাকবে গ্রুপ পর্ব পেরিয়ে আসা দল।
উল্লেখ্য এশিয়া কাপের ১৩টি ম্যাচের মধ্যে সবগুলো অনুষ্ঠিত হবে দুবাই এবং আবুধাবিতে।

স্টার স্পোর্টস প্রকাশিত এশিয়া কাপ-২০১৮ এর সময়সূচিঃ
১৫ সেপ্টেম্বর ২০১৮- বাংলাদেশ ও শ্রীলংকা- দুবাই
১৬ সেপ্টেম্বর ২০১৮- পাকিস্তান ও বাছাইপর্ব থেকে আসা দল- দুবাই
১৭ সেপ্টেম্বর ২০১৮- শ্রীলংকা ও আফগানিস্তান- আবুধাবি
১৮ সেপ্টেম্বর ২০১৮- ভারত ও বাছাইপর্ব থেকে আসা দল- দুবাই
১৯ সেপ্টেম্বর ২০১৮- ভারত ও পাকিস্তান- দুবাই
২০ সেপ্টেম্বর ২০১৮- বাংলাদেশ ও আফগানিস্তান- আবুধাবি