promotional_ad

এশিয়া কাপের সময় সূচি নিয়ে বিপদে বাংলাদেশ!

বাংলাদেশ দল
promotional_ad

এশিয়া কাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ১৫ তারিখ থেকেই মাঠে গড়াতে যাচ্ছে ১৪তম এশিয়া কাপের আসর।


তবে সমস্যা হলো টুর্নামেন্টটি শুরু হওয়ার আগেই সময়ের একটি গোলকধাঁধায় পড়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে বাংলাদেশের।


এশিয়া কাপের গ্রুপ 'বি' তে থাকা বাংলাদেশ যদি গ্রুপ রানার্সআপ হতে পারে তাহলে তাদের খেলা পড়বে গ্রুপ 'এ' চ্যাম্পিয়নদের বিপক্ষে। 


আর সূচি অনুযায়ী সেই খেলাটি অনুষ্ঠিত হবে ২১শে সেপ্টেম্বর। সেক্ষেত্রে ২০শে সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি শেষে পরদিনই আবার মাঠে নামতে হবে টাইগারদের। 



promotional_ad

আর তেমনটি হলে বড় ধরনের ধকলের মধ্যেই যে পড়তে হবে মাশরাফিদের তা বলাই বাহুল্য।


কারণ আবুধাবিতে আফগানদের বিপক্ষে লড়াইয়ের পরদিনই দুবাইয়ে যেয়ে খেলাটি মুখের কথা নয় অবশ্যই।


তার ওপর মাশরাফিদের লড়াই করতে হবে সেখানকার গরম আবহাওয়ার সাথেও। সবমিলিয়ে কঠিন একটি সমস্যাতেই পড়তে হতে পারে তাদের। 


টানা দুই দিন ৫০ ওভারের ম্যাচ খেলা মাশরাফিদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হবে বলেই ধরে নেয়া যাচ্ছে। 



উল্লেখ্য এবারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তাদের সাথে তৃতীয় দল হিসেবে গ্রুপটিতে আছে আফগানিস্তান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball