promotional_ad

সাকিব ও পাপনের ভিন্ন মত

সাকিব আল হাসান, ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

আঙ্গুলের ইনজুরিতে পরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান আগামী মাসের এশিয়া কাপে খেলতে পারবেন কিনা সেটি নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হওয়ার পর সাকিব নিজেই জানিয়েছিলেন এশিয়া কাপের আগেই আঙ্গুলের সার্জারি করাতে চান তিনি।


মূলত পুরোপুরি ফিট হয়ে তবেই টুর্নামেন্টে অংশ নিতে বদ্ধপরিকর সাকিব। কিন্তু সাকিব চাইলেও তাঁকে এখনই ছুরি কাঁচির নিচে যেতে দিতে রাজি নন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অপারেশন হলে অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সাকিবকে বিধায় রাজি হননি তিনি। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, 


'সাকিব আমাকে ফোন করেছিল। বলেছিল যে হাতে অপারেশন করাতে হবে। হেড কোচও ওখান থেকে ফোন করেছিল। কারণ যে স্ট্রেংথ ওর দরকার, সেটা পাচ্ছে না ব্যাটিংয়ে। ইনজেকশন নিয়ে নয়ে খেলছে। কিন্তু অপারেশন হলে অন্তত ছয় সপ্তাহের বিরতি দরকার। এত লম্বা বিরতি পাওয়াটা কঠিন।'



promotional_ad

এক্ষেত্রে কোন একটি খেলার মাঝখানে সাকিবের এই সার্জারি করানোর পক্ষে বিসিবি প্রধান। সম্ভাব্য সময় হিসেবে জিম্বাবুয়ে সিরিজের কথাই উল্লেখ করলেন পাপন। তবে টাইগারদের নবনিযুক্ত কোচ স্টিভ রোডস আবার বলেছেন উল্টো কথা। এশিয়া কাপ চলাকালীন সময়েই সাকিবের অপারেশন করাতে মত দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে পাপনের উক্তি ছিলো, 


'প্রথমে চেষ্টা করা হচ্ছে যদি কোনো খেলার মাঝখানে ওকে বিরতিটা দেওয়া যায়। আর তা না হল একটা খেলাই বাদ দিতে হবে। যেটা ওকে ছাড়া খেলা আমরা চিন্তাই করতে পারছি না। এশিয়া কাপের আগেও হতে পারে, পরেও হতে পারে। জিম্বাবুয়ে সিরিজের সময় হতে পারে। আজকে কোচের সঙ্গে যে কথা হয়েছে, ও বলেছে এশিয়া কাপের কথাই। আমি বলেছি, এশিয়া কাপের চেয়ে ভালো হয় আমরা জিম্বাবুয়ে সিরিজের সময় করি।'


জিম্বাবুয়ে সিরিজের কথা উল্লেখ করার পেছনে কারণও অবশ্য ব্যাখ্যা করেছেন পাপন। তাঁর মতে এই সিরিজে বেশ কিছু নতুন ক্রিকেটারকে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পাবে বিসিবি। কিন্তু এশিয়া কাপে সাকিবের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার না থাকলে সমস্যাতেই পড়তে পারে বাংলাদেশ। পাপনের ভাষায়,  



'নতুন কিছু ক্রিকেটারও দেখতে পারবো আমরা জিম্বাবুয়ে সিরিজে। ওটাতে আমার মনে হয় ভালো হবে। এশিয়া কাপ এমনিতেই এবার কঠিন হবে। তার ওপর সাকিবের মতো একজন ক্রিকেটার না খেললে দলের মোরাল আরও উইক হয়ে যেতে পারে। তার পরও আরও কথা হবে। আজ-কালকের মধ্যে সাকিবের সঙ্গে কথা বলব। আমার মনে হয়, অন্য সময় করাটাই ভালো হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball