'এ' দলের খেলা দেখবেন রোডস

ছবি:

নতুন হেড কোচ স্টিভ রোডস ক্যারিবিয়ান সফর শেষে দলের সাথে আগামীকাল সকালে বাংলাদেশে পা রাখার কথা। প্রায় দেড় মাসের মত দীর্ঘ সফর শেষে দেশে ফেরার পর বিশ্রাম পাচ্ছেন না স্টিভ রোডস।
দেশে এসেই আয়ারল্যান্ডে চলমান বাংলাদেশ 'এ' দলের সিরিজ স্বচক্ষে দেখতে দেশ ছাড়বেন এই ইংলিশম্যান। চলতি মাসের ১৩ তারিখ শুরু হতে যাওয়া আয়ারল্যান্ড উলভস ও বাংলাদেশ 'এ' দলের মধ্যকার টি- টুয়েন্টি সিরিজ শুরু হবে।
তিন ম্যাচের এই টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ 'এ' দলকে নেতৃত্ব দিবেন সৌম্য সরকার। তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া বাংলাদেশ 'এ' দলের পারফর্মেন্স সামনে থেকেই দেখতেই আয়ারল্যান্ড পাড়ি দিবেন প্রধান কোচ।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার ভাষায়, 'কাল তিনি (স্টিভ রোডস) দলের সাথে দেশে ফিরবেন। এরপর বাংলাদেশ 'এ' দলের টি-টুয়েন্টি দেখতে আয়ারল্যান্ড যাওয়ার কথা রয়েছে তার। কাল তিনি আসছেন, আসলে পুরো শিডিউল জানা যাবে।'

বাংলাদেশ দলের দায়িত্ব নেয়ার পর স্টিভ রোডসের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল উইন্ডিজ সফর। টেস্ট সিরিজ দিয়ে শুরু হওয়া সফরটি ভালো না হলেও শেষের দিকে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ জয় করে সমাপ্তিটা দারুন করেছে তার দল।
জাতীয় দলের সাথে সময় কাটানোর পর এবার বাংলাদেশ 'এ' দলের ক্রিকেটারদের সামনে থেকে দেখতে চাইছেন স্টিভ রোডস।
আয়ারল্যান্ডে বাংলাদেশ 'এ' দলের সময় সূচিঃ
১ম টি-টুয়েন্টি – ১৩ আগস্ট
২য় টি-টুয়েন্টি – ১৫ আগস্ট
৩য় টি-টুয়েন্টি – ১৭ আগস্ট