মমিনুলদের সঙ্গে যোগ দিচ্ছেন শান্ত

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

আয়ারল্যান্ডে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ এ দল। সেখানে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে পাঁচটি একদিনের ম্যাচ খেলবে মমিনুল হকের নেতৃত্বাধীন দলটি। এরপর আইরিশদের বিপক্ষে সৌম্য সরকারের নেতৃত্বে তিনটি টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল।


ইতিমধ্যে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে ৮৭ রানের দারুণ জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক দলের বিপক্ষে ৩৪ রানের ব্যবধানে হারে বাংলাদেশ।


সিরিজ জয়ের আশা এখনও বেঁচে আছে মমিনুলদের। সেই কথা মাথায় রেখেই আয়ারল্যান্ডে উড়িয়ে নেয়া হচ্ছে তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে। আগামী বুধবার আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার।


promotional_ad

বাংলাদেশ জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে ছিলেন শান্ত। তবে একটি ম্যাচেও তার সুযোগ হয়নি। ফলে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরেছেন এই মারকুটে ব্যাটসম্যান।


এদিকে, বুধবারই আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডে। এই ম্যাচে শান্তর খেলার সম্ভাবনা নেই। তবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি খেলতে পারেন তিনি। এরপর টি-টোয়েন্টি সিরিজের পুরোটাতেই তার খেলার কথা রয়েছে।


২০১৯ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের মাটিতে। মূলত ইংল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশনের কথা চিন্তা করে বাংলাদেশ আগেভাগে নিজেদের পরিকল্পনা তৈরি করেছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এ দল আয়ারল্যান্ড সফর করছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball