অধিনায়ক হয়েই দলে ফিরছেন ম্যাথিউস

ছবি: অ্যাঞ্জেলো ম্যাথিউস

সফরকারী দক্ষিন আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পর পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। আর এই সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিকরা। চলতি মাসের ২৯ তারিখ থেকে শুরু হওয়া এ সিরিজে শ্রীলঙ্কা দলের নেতৃত্ব দিবেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস।
এ বছরের জানুয়ারি থেকে শ্রীলঙ্কা দলের ওয়ানডে এবং টি টুয়েন্টির অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন ম্যাথিউস। তবে ইনজুরির কারণে বেশ কয়েকটি সিরিজে দলের বাইরে ছিলেন তিনি। এবার প্রোটিয়াদের বিপক্ষে দলপতির দায়িত্বটি বুঝে নিবেন এই ক্রিকেটার এমনটাই বুঝা যাচ্ছে।
এদিকে ঘোষিত ১৫ সদস্যের এই স্কোয়াডে বেশ কিছু নতুন মুখকে জায়গা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হওয়া পেসার কাশুন রাজিথাকেও ওয়ানডে স্কোয়াডে রেখেছে নির্বাচকরা। এছাড়া জাতীয় দলের হয়ে খেলার অপেক্ষায় আছেন তরুণ বাঁহাতি স্পিনার প্রবাথ জয়সুরিয়া।

তরুণ অলরাউন্ডার শেহান জয়সুরিয়া এবং দাশুন শানাকাও নতুন মুখ হিসেবে প্রোটিয়াদের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াডে রয়েছেন। পাশাপাশি জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, থিসারা পেরেরাও রয়েছেন ঘোষিত এই স্কোয়াডে।
শ্রীলংকা দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), দাশুন শানাকা, কুশল পেরেরা, ধনঞ্জয় ডি সিলভা, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, নিরোশান ডিকওয়েলা, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, কাশুন রাজিথা, আকিলা ধনঞ্জয়া, প্রবাথ জয়সুরিয়া, লক্ষ্মণ সান্দাকান, শেহান জয়সুরিয়া
স্ট্যান্ড-বাই: দিমুথ করুনারত্নে, ইসুরু উদানা, নিশান পেইরিস, জেফরি ভ্যান্ডারসে