অস্ট্রেলিয়ার হুমকি বাংলাদেশ

ছবি: প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২ই জুলাই সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ দল। পরের দুই ওয়ানডে খেলবে যথাক্রমে ২৫ ও ২৮ জুলাই।
তিন ম্যাচের এই সিরিজে খুব বেশি ভালো ফলাফল করলেও র্যাঙ্কিং উন্নতির সুযোগ নেই বাংলাদেশ দলের। আবার খুব খারাপ ফলাফল করলেও র্যাঙ্কিং অবনমন হচ্ছে না বাংলাদেশের।
একই কথা প্রযোজ্য ওয়েস্ট ইন্ডিজ দলের জন্যেও! ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সাতে অবস্থান বাংলাদেশের। নিকটবর্তী অস্ট্রেলিয়ার পয়েন্ট ১০০ এবং শ্রীলংকার পয়েন্ট ৭৭।
আর শ্রীলঙ্কার নিচেই আছে ওয়েস্ট ইন্ডিজ (৬৯ পয়েন্ট)। ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার দশমে আছে আফগানিস্তান। চলুন দেখে নেই সিরিজ শেষে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য রেটিং পয়েন্ট।

১। বাংলাদেশ দল যদি ০-৩ ব্যবধানে সিরিজ জিতে তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে ৯৫ এবং ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হবে ৬৬।
২। বাংলাদেশ দল যদি ১-২ ব্যবধানে সিরিজ জিতে তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে ৯২ এবং ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট থাকবে ৬৯।
৩। বাংলাদেশ দল যদি ২-১ ব্যবধানে সিরিজ হারে তাহলে বাংলাদেশের পয়েন্ট ৮৮ হবে এবং ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হবে ৭২।
৪। বাংলাদেশ দল যদি ৩-০ ব্যবধানে সিরিজ হারে তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে ৮৫ এবং ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হবে ৭৫।
দেখা যাচ্ছে সিরিজ ০-৩ ব্যবধানে জিতলে অস্ট্রেলিয়ার বেশ কাছে পৌঁছে যাবে সাকিব-মুশফিকরা। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া ভবিষ্যতে খারাপ খেললে আর বাংলাদেশ জয় পেতে থাকলে ওয়ানডে র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে টপকাতে পারে বাংলাদেশ।