উত্থানের পেছনের গল্প

ছবি:

বাংলাদেশ দলের মেয়েরা সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছে। ব্যাটে বলে সব দিক থেকেই ফর্মে আছে বাংলাদেশ দল। ফলাফল স্বরূপ এশিয়া কাপ জয়ের পর আয়ারল্যান্ড সফরে ভালো করেছে সালমা খাতুনের দল।
বলা চলে, আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপের বাছাই পর্বে যোগ দিয়েছিল বাংলাদেশ। নেদারল্যান্ডের অনুষ্ঠিত বাছাই পর্বেও ধারাবাহিক পারফর্মেন্স বজায় রেখে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।
মেয়েদের ক্রিকেটে এর আগে বাংলাদেশ দল এমন ধারাবাহিক সাফল্যের দেখা পায় নি। ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম দলের মানসিকতার পরিবর্তনকে সাম্প্রতিক সাফল্যের পেছনের কারন হিসেবে দেখছেন।

এছাড়া দলের ব্যাটিং পরিবর্তনকেও বাংলাদেশ দলের আমুল পরিবর্তনের কারণ মনে করেন এই ক্রিকেট কর্তা। তার ভাষায়, 'এই ধরণের দলের ক্ষেত্রে দেখা যায় যে, একটুতেই ভেঙে পড়ে আবার একটুতেই সাহসী হয়ে উঠে।
আমরা দক্ষিণ আফ্রিকাতে একটা বড় কাজ করেছিলাম যে, দলের ব্যাটিং অর্ডারে একটা বড়সড় পরিবর্তন এনেছিলাম। আমাদের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিলো শামিমা, যে প্রথমে মূল দলে ছিলোও না। তাকে দিয়ে আমরা ওপেন করানো শুরু করলাম। নেটে এবং প্রাকটিস ম্যাচে আমরা ওর খেলা দেখে ইমপ্রেস্ড হয়েছিলাম।'
বাংলাদেশে নারী ক্রিকেটের এহেন সাফল্য ধরে রাখতে হলে বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ করে দেয়ার আহবান জানিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, 'আমাদের খেলা অনেক কম।
তবে এবছর আমরা আরও কিছু নতুন টুর্নামেন্ট আয়োজন করার প্রস্তাব দিয়েছি। যদি সেগুলোর অনুমোদন দেয়া হয় তাহলে ম্যাচের সংখ্যা অনেক বাড়বে এবং ওরা অনেক ব্যস্ত থাকবে।'