promotional_ad

টাইগারদের বিপক্ষে কারিবিয়ানদের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

promotional_ad

আগামী ২২শে জুলাই গায়ানাতে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। আর এই সিরিজের জন্য এরই মধ্যে ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।


আর ঘোষিত এই স্কোয়াডে কয়েকটি চমক রয়েছে। দীর্ঘ প্রায় তিন বছর আবারো ওয়ানডে খেলার সুযোগ এসেছে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের সামনে। গত ২০১৫ বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে মাত্র একটি ওয়ানডে খেলেছিলেন রাসেল।


সেই ম্যাচে পায়ের ইনজুরির কবলে পড়েছিলেন তিনি। পরবর্তীতে ডোপ পরীক্ষার নিয়ম অমান্য করায় ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৮ সাল পর্যন্ত নিষিদ্ধ ছিলেন তিনি। অবশেষে আবারো ভাগ্য খুললো রাসেলের। আর ক্যারিবিয়ান এই অলরাউন্ডারকে দলে পেয়ে বেশ উচ্ছ্বসিত দলের কোচ স্টুয়ার্ট ল। তিনি বলেছেন,


'২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি এই সিরিজ দিয়েই করছি আমরা। এখান থেকেই ক্রিকেটাররা বিশ্বকাপের স্কোয়াডে ডাক পাওয়ার সুযোগ পাবে। রাসেলকে ফিরে পাওয়া দারুণ একটি ব্যাপার। তাঁর বিধ্বংসী ব্যাটিং এবং এনার্জি এরই মধ্যে দলকে অনেকটা আত্মবিশ্বাস যোগাচ্ছে।'


এদিকে, কিমার রোচকে এই স্কোয়াড থেকে বিশ্রাম দেয়া হয়েছে। টাইগারদের বিপক্ষে প্রথম টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে পরার পর তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। এই প্রসঙ্গে নির্বাচকদের চেয়ারম্যান কোর্টনি ব্রাউন বলেছেন,


'আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি। বিশ্বকাপের আগে আমরা মাত্র ১৬টি ওয়ানডে খেলার সুযোগ পাবো। যেসব ক্রিকেটারদের সম্ভাবনা রয়েছে ভালো খেলার তদের প্রতি প্যানেল বেশি ফোকাস করবে।'


টাইগারদের বিপক্ষে ক্যারিবিয়ানদের ১৩ সদস্যের ওয়ানডে স্কোয়াড-



promotional_ad

১। জ্যাসন হোল্ডার (অধিনায়ক)


২। দেবেন্দ্র বিশু


৩। ক্রিস গেইল


৪। শিমরন হেটমায়ার


৫। শাই হোপ


৬। আলজারি জোসেফ


৭। এভিন লুইস



৮। জ্যাসন মোহাম্মদ


৯। অ্যাসলে নার্স


১০। কিমো পল


১১। কাইরন পাওয়েল


১২। রোভম্যান পাওয়েল


১৩। আন্দ্রে রাসেল



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball