টাইগারদের ওয়ানডে সিরিজের সময়সূচি

ছবি:

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হতাশার একটি টেস্ট সিরিজের পর এবার ওয়ানডে ফরম্যাটের লড়াইয়ে মাঠে নামতে য???চ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।
তিন ম্যাচের এই সিরিজটি শুরু হতে যাচ্ছে আগামী ২২শে জুলাই থেকে। এদিন গায়ানাতে স্বাগতিক উইন্ডিজদের মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার দল।
এরপর দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৫ এবং ২৮শে জুলাই। ওয়ানডে সিরিজের প্রথম এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
অপরদিকে দ্বিতীয়টি মাঠে গড়াবে রাত সাড়ে বারোটায়। ওয়ানডে সিরিজের পর টাইগাররা মাঠে নামবে টি টুয়েন্টি সিরিজের লড়াইয়ে।
তিন ম্যাচের সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ছয়টায় এবং বাকি দুই ম্যাচ সকাল ছয়টায়।
টাইগারদের ওয়ানডে এবং টি টুয়েন্টি সিরিজের সময়সূচি-