টাইগার বোলারদের তোপের মুখে ওয়েস্ট ইন্ডিজ

ছবি:

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৫৪ রানের বড় পুঁজি পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশ দল মাত্র ১৪৯ রানে অল আউট হয়ে যায়।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ ৩৪ ওভারে সংগ্রহ করেছে ৬ উইকেট হারিয়ে ১০১ রান। বাংলাদেশী বোলারদের মধ্যে অধিনায়ক সাকিব আল হাসান একাই নিয়েছেন ৪ উইকেট। তাছাড়া একটি করে উইকেট দখল করেছেন তাইজুল ইসলাম ও আবু জায়েদ রাহী।
বাংলাদেশ একাদশঃ

সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, কাজী নুরুল হাসান সোহান, আবু জায়েদ রাহী।
ওয়েস্ট ইন্ডিজ একাদশঃ
জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্র্যাথওয়েট, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডাওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমেয়ার, শাই হোপ, কিমো পল, কাইরন পাওয়েল, ডেভন স্মিথ।