জ্যামাইকা টেস্টের আগে ইনজুরি দুশ্চিন্তায় বাংলাদেশ

ছবি:

আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি খেলতে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে জ্যামাইকার স্যাবাইনা পার্কে অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগে একটি দুঃসংবাদ শুনতে হয়েছে টাইগারদের।
আর সেটি হলো গোড়ালির ইনজুরির কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন পেসার শফিউল ইসলাম। প্রথম টেস্টে টাইগার পেসারদের বিবর্ণ পারফর্মেন্সের পর অনেকেই শফিউলকে একাদশে রাখার দাবি করেছিলেন পরের টেস্টে।
কিন্তু এবার সেই সম্ভাবনাও রইলো না। জানা গেছে মঙ্গলবার ফিল্ডিং অনুশীলনের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান শফিউল। এরপর তার পায়ের এক্সরে করানো হয়।

যদিও রিপোর্টে গুরুতর কিছু ধরা পরেনি, বিশেষ করে হাড়ে আঘাত জনিত সমস্যা পাওয়া যায়নি। তবে জাতীয় দলের ফিজিও থিহান চন্দ্রমোহন জানিয়েছেন লিগামেন্টে সমস্যা দেখা দিয়েছেন শফিউলের।
আর এই ইনজুরিটি গ্রেড ২ পর্যায়ের বিঁধায় তাঁকে বিশ্রামে থাকতে হবে। এই প্রসঙ্গে চন্দ্রমোহন বলেছেন,
'সে দ্বিতীয় টেস্টে খেলার জন্য উপযোগী নয় এবং তিন থেকে চার সপ্তাহ তাঁকে মাঠের বাইরে থাকতে হতে পারে। যদিও এটি নির্ভর করছে পরবর্তী পরীক্ষার ওপরে। '
তবে শফিউল দলের সাথেই থাকছেন। সফরটি শেষ করে সবার সাথেই দেশে ফিরবেন তিনি বলে নিশ্চিত করেছেন জাতীয় দলের ফিজিও। চন্দ্রমোহনের ভাষ্যমতে,
'সে দলের সাথে থাকবে এবং সিরিজ শেষে একত্রে দেশে ফিরবে। আমরা আশা করছি এর মধ্যে সে সুস্থ হয়ে উঠবে।'