নতুন চোখে পুরানো লক্ষ্য ম্যাক্সওয়েলের

ছবি:

রঙিন পোশাকের ক্রিকেটে একটু বেশিই জনপ্রিয় অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আর এই কারণেই ওয়ানডে বা টি-টুয়েন্টির বাইরে টেস্ট ক্রিকেটে তাকে সেভাবে দেখা যায় না।
এখন পর্যন্ত খেলেছেন মাত্র সাতটি টেস্ট। এর মধ্যে শেষবার টেস্ট খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। সেবার বাংলাদেশ সফরে এসেছিলেন ২৯ বছর বয়সী এই মারকুটে ব্যাটসম্যান।
তবে ওয়ানডে বা টি-টুয়েন্টির মতো টেস্টে সেভাবে কখনোই পারফর্ম করতে দেখা যায়নি ম্যাক্সওয়েলকে। বরঞ্চ সাদা পোশাকের ক্রিকেটে সবসময় পিছিয়ে ছিলেন তিনি।

এবার জাতীয় দলের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরতে চান এই তারকা। যদি এবার সুযোগ মেলে, তাহলে আগের চাইতে বেশি চেষ্টা করবেন দলে স্থায়ী হতে, এমনটাও জানিয়েছেন মিডিয়ার সামনে।
'আমি আবারো টেস্ট দলে সুযোগ পেতে চাই। টেস্ট দলে ভালো-খারাপ সময়ে আমার সুযোগ এসেছে। কিন্তু সুযোগ পেলেও আমি কখনোই সুযোগ আঁকড়ে ধরতে পারিনি। এবার যদি সুযোগ মিলে তাহলে চেষ্টা করবো দলে স্থায়ী হওয়ার।'
উল্লেখ্য, মাত্র একদিন আগেই ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ম্যাক্সওয়েল। ম্যাচটি পাঁচ উইকেটে জিতে সিরিজের ফাইনালে পৌঁছেছে অস্ট্রেলিয়া।