জাতীয় দলে ফেরার পাথেয় জানেন তাসকিন

ছবি:

বাংলাদেশ দল এখন পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে। আর টাইগার পেসার তাসকিন আহমেদ নিজেকে ফিরে পেতে বিসিবির একাডেমীতে ঘাম ঝড়িয়ে যাচ্ছেন। সদ্যই পিঠের ইনজুরি থেকে ফিরেছেন। এই ইনজুরির কারণেই বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে জায়গা হয়নি তাসকিনের।
সোমবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে আক্ষেপ করেছেন এই টাইগার পেসার। বাংলাদেশ দল দেশ ছাড়ার দিন মন খারাপ করেছিলেন সারাদিন। তবে পরিবারের কাউকে তা বুঝতে দেননি তিনি।
'ইচ্ছে তো করে বাংলাদেশের হয়ে সব জায়গায় সব ম্যাচ খেলি। ইনজুরড থাকলে তো কিচ্ছু করার থাকে না। ওয়েস্ট ইন্ডিজে যখন বাংলাদেশ দল গেল টেস্ট খেলতে আমি ইনজুরির কারণে যেতে পারলাম না। ওই দিনটায় আমার খুব মন খারাপ হয়েছিল, সারাটাদিনই। হয়তো বাসায় অনেকসময় বুঝতেও দেই না। আমার কারণে দেখা যায় ফ্যামিলির সবার মন খারাপ হয়ে যায়।'

তবে এখনই হাল ছাড়ছেন না এই পেসার। বিশ্বাস করেন কঠিন পরিশ্রমই আবারও জাতীয় দলে সুযোগ করে দিতে পারে তাকে। 'আমি বিশ্বাস করি একমাত্র কঠোর পরিশ্রমই সবকিছ?? পূরণ করতে পারে।'
পিঠের ইনজুরির কারণেই বিসিএলের শেষ দুই রাউন্ডে মাঠে নামা হয়নি তার। সবশেষ ম্যাচ খেলেছেন ঢাকা প্রিমিয়ার লীগে। প্রায় ৪ মাস পর সোমবার (২ জুলাই) দুপুরে প্রথম বল করেছেন। তবে, ফুল রান আপে নয়। বল করেছেন মোটে ৪ ওভার। পুরোপুরি সেরে উঠতে আরও কিছুদিন লাগবে বলে জানালেন এই পেসার।
'ঢাকা লিগের পর প্রায় চার মাস পর বোলিং করলাম। শুকরিয়া আল্লাহর কাছে বোলিংয়ে আবার নামতে পারছি। আজকে তিন স্টেপে মানে শর্ট রানআপে বোলিং করলাম। সমস্যা হয়নি চার ওভার বোলিং করলাম। জিম রিহ্যাব ট্রিটমেন্ট সবই করতেছি। ইনজেকশন দেয়ার পর একটু চিন্তিত ছিলাম এখন আসলে অনেক কিছু করতে হবে। যেমন ফুল রানআপে বোলিং করতে হবে। কিছু ট্রেনিং করতে হবে তারপর বোঝা যাবে অবস্থানটা কী। এখন পর্যন্ত ভালোই যাচ্ছে। আশা করি ভালই থাকবে।'