promotional_ad

ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন জার্ভিস

promotional_ad

পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ত্রিদেশীয় টি২০ সিরিজ খেলছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭৪ রানের ব্যবধানে হেরেছে স্বাগতিকরা।


রবিবার সিরিজের প্রথম ম্যাচেই আঙ্গুলের ইনজুরিতে পড়েন জিম্বাবুয়ে দলের অন্যতম অভিজ্ঞ বোলার কাইল জার্ভিস। আঙ্গুলের স্ক্যান হাতে পাওয়ার পর জিম্বাবুয়ে দলের ফিজিও জানিয়েছেন ত্রিদেশীয় টি২০ সিরিজে আর ফেরার সম্ভাবনা নেই তার।


জার্ভিসের ডান হাতের আঙ্গুলে চিড় ধরা পড়েছে। ফলে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড, জার্ভিসের বদলি ঘোষণা করেছে সোমবার। তার বদলে দলে ডাক পেয়েছেন আরেক পেসার ডোনাল্ড তিরিপানো।



promotional_ad

এই ক্রিকেটার জিম্বাবুয়ের হয়ে ৮টি টি২০, ৬টি টেস্ট ও ১৫ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এদিকে জার্ভিসের ইনজুরির ঘটনাটি গত ম্যাচে পাকিস্তানের ইনিংসের ১৪তম ওভারে। ব্যাটিং করছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান ফখর জামান।


তাকে লেগ স্ট্যাম্প বরাবর বল করেন জিম্বাবুইয়ান বোলার রায়ান ব্রুল। বলটি উড়িয়ে লং অনে পাঠিয়ে দেন ফখর। এই বলটি লুফে নেয়ার চেষ্টা করে জার্ভিস। দৌঁড়ে গিয়ে অবশ্য ক্যাচটি নিতে পারেননি তিনি। ব্যাথা পান আঙ্গুলে।


তারপরই মাঠের বাইরে চলে যান তিনি। তাৎক্ষনিক ভাবে হাতের ব্যাথা কমাতে চেষ্টা করেন জিম্বাবুয়ে দলের ফিজিও। ম্যাচ শেষে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এদিকে, আগামী তিন জুলাই ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball