দোষটা আমার জানা নেইঃ লিখন

ছবি:

অনেক সম্ভাবনা নিয়ে জাতীয় দলে এসেছিলেন ডানহাতি লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। তাকে নিয়ে সবার প্রত্যাশা ছিল অফুরন্ত। তবে সেই প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি তিনি। অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে তিনি। সুযোগ পাচ্ছেন না ঘরোয়া ক্রিকেটেও।
তবে সোমবার সকাল থেকেই ক্রিকেট অঙ্গনে গুঞ্জন চলছে এ দলে সুযোগ পেতে চলেছেন লেগ স্পিনার লিখন। ক্রিকফ্রেঞ্জির সাথে আলাপকালে এই ক্রিকেটার অবশ্য জানিয়েছেন, এই বিষয়ে এখনও কিছু জানেন না তিনি।
তবে এ দলে সুযোগ পেলে নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবেন এই ক্রিকেটার। লিখন বলেছেন, "সুযোগ পেলে চেষ্টা করবো ভালো কিছু করার। পরিশ্রম করছি। যদি সুযোগ আসে কাজে লাগাতে চাই।"

চলতি বছরের শুরুতে নিজের উদ্যোগে মিরপুর একাডেমিতে এসে ফিটনেস ও স্কিল ট্রেনিং করেছেন লিখন। মেন্টর হুমায়ুন কবিরকে নিয়ে ফিটনেস, রানিং করেছেন নিয়মিতই। এসবের মূল লক্ষ্য নিজেকে আগের চেয়ে ফিট করে তোলা।
বিপিএলের গত আসরে দল পাননি এই ডানহাতি স্পিনার। এরপর তার পাশে দাঁড়িয়েছিলেন, বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অন্তত লিখন যেন একটা অনুশীলনের জায়গা পায় সে কারণে রংপুর রাইডার্সের শিবিরে এনেছিলেন। কিন্তু এক-দুইদিন পর আর যাননি লিখন।
এখানে নিজেরই দোষ দেখছেন তিনি। আবারও এই সুযোগ পেলে কোনো ভাবেই হাতছাড়া করতে চান না লিখন। "এগুলো নিয়ে মাশরাফি ভাইয়ের সাথে কথা হয়েছে। এখন বুঝেছি এমন সুযোগ যদি আরও আসে তবে চেষ্টা করবো মিস না করার।"
২০১৫ সালে জাতীয় দলের জার্সি গায়ে সবশেষ ম্যাচ খেলেছেন তিনি। ৬ টেস্টের ছোট্ট ক্যারিয়ারে ৩০.৮১ গড়ে নিয়েছেন ১৬ উইকেট। ৩ ওয়ানডেতে তার শিকার ৪ উইকেট। একমাত্র টি-টুয়েন্টিতে পেয়েছেন ২ উইকেট।
পারফরমেন্স ধরে রাখতে না পারার কারণেই দলে জায়গা হারিয়েছেন বলে মনে করেন লিখন। এখন যেখানেই সুযোগ আসুক ঠিক ভাবে পারফরমেন্স করতে মরিয়া এই ক্রিকেটার, "আমারও হয়তো কোনো দোষ আছে যার জন্য দলে জায়গা করে নিতে পারিনি। এখন আমাকে নিশ্চিত করতে হবে যেখানেই সুযোগ পাই, ঠিক ভাবে পারফরমেন্স করতে হবে।"