ওয়ানডে দলে ফেরার সুযোগ মমিনুলের

ছবি:

টেস্ট সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান মমিনুল হক। ্সাজঘরে ফিরেছেন মাত্র ৭ রান করে।
অবশ্য সাদা পোষাকের ক্রিকেটে দারুণ ফর্মেই আছেন তিনি। লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভালো কিছু করার অপেক্ষায় এই ক্রিকেটার।
টেস্ট দলে ভালো করে ওয়ানডে দলে জায়গা করে নেয়ার দারুণ একটি সুযোগ মমিনুলের সামনে। কারণ সদ্যই বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন ইংলিশ কোচ স্টিভ রোডস। টেস্ট দলে ভালো করলে তার সুনজরে পড়তে পারেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

ফলে নতুন করে শুরু করার একটা সুযোগ পাচ্ছেন এই ক্রিকেটার। তাছাড়া, বেশ কিছু দিন ধরেই ফর্মে নেই সাব্বির রহমান, সৌম্য সরকাররা। টপ অর্ডারে অথবা লোয়ার মিডেল অর্ডারে তাদের সুযোগ দেয়া হয়েছে গত বেশ কয়েকটি সিরিজে।
তবে তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। এক্ষেত্রে মমিনুলে সমাধান পেতে পারেন নির্বাচকরা। টপ অর্ডারে খেলার দারুণ অভিজ্ঞতা আছে এই বাঁহাতি ব্যাটসম্যানের। ঘরোয়া ক্রিকেটে এই পজিশনেই ব্যাটিং করেন তিনি।
প্রিমিয়ার লীগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে বেশ কিছু ম্যাচেই দারুণ পারফরমেন্স করেছেন এই তারকা। সেই ফর্ম ওয়েস্ট ইন্ডিজ সফরে ধরে রাখতে পারলে ওয়ানডে দলে সুযোগ মিলেও যেতে পারে এই ক্রিকেটারের।