নিজেকে ছাড়িয়ে রেকর্ড বুকে ফারজানা

ছবি:

আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে দাপুটে জয় দিয়ে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আইরিশদের হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশের মেয়েরা।
এই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫১ রানের বড় সংগ্রহ করেছে তারা। যা বাংলাদেশ নারী দলের টি২০ ক্রিকেটে সর্বোচ্চ সংগ্রহ। বাংলাদেশের এই রেকর্ড সংগ্রহে সবচেয়ে বড় অবদান ফারজানা হকের।

তার ৬৬ রানের ইনিংসেই এই লড়াইয়ের বড় পুঁজি পেয়েছে টাইগ্রেসরা। এর আগে বাংলাদেশ দলের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৪ উইকেট হারিয়ে ১৪২ রান। কিছুদিন আগেই শেষ হওয়া এশিয়া কাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে এই রান গড়েছিল বাংলাদেশ নারী দল।
সেই ম্যাচেও বাংলাদেশ দলের সংগ্রহে অবদান রেখেছিলেন ফারজানা। ব্যাট হাতে খেলেছিলেন ৫২ রানের ইনিংস। যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ সংগ্রহ ছিল। রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ইংসটিকেও ছাড়িয়ে গেছেন ফারজানা।
৪৭ বলে ৬৬ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন এই টাইগ্রেস ক্রিকেটার। ৬ চার ও ২ ছক্কার মারে রেকর্ডগড়া এই ইনিংস সাজিয়েছেন ফারজানা। এছাড়া নিগার সুলতানা ৮, সানজিদা ইসলাম ৯ ও ফাহিমা খাতুন ৩ রানের অপরাজিত থাকলে লড়াইয়ের বড় পুঁজি পায় বাংলাদেশ নারী দল।