ইনজুরির কবলে জিম্বাবুইয়ান পেসার

ছবি:

পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ত্রিদেশীয় টি২০ সিরিজ খেলছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭৪ রানের ব্যবধানে হেরেছে স্বাগতিক জিম্বাবুয়ে।
এই ম্যাচে আরেকটি দুঃসংবাদ পেয়েছে জিম্বাবুয়ে দল। ইনজুরিতে পড়েছেন দলের অন্যতম অভিজ্ঞ বোলার কাইল জার্ভিস। ঘটনাটি পাকিস্তানের ইনিংসে ১৪তম ওভারে। ব্যাটিং করছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান ফখর জামান।
তাকে লেগ স্ট্যাম্প বরাবর বল করেন জিম্বাবুইয়ান বোলার রায়ান ব্রুল। বলটি উড়িয়ে লং অনে পাঠিয়ে দেন ফখর। এই বলটি লুফে নেয়ার চেষ্টা করে জার্ভিস। দৌঁড়ে গিয়ে অবশ্য ক্যাচটি নিতে পারেননি তিনি।

ব্যাথা পান আঙ্গুলে। তারপরই মাঠের বাইরে চলে যান তিনি। তাৎক্ষনিক ভাবে হাতের ব্যাথা কমাতে চেষ্টা করেন জিম্বাবুয়ে দলের ফিজিও। ম্যাচ শেষে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
ফিজিওর ধারণা আঙ্গুলের হাড়ে চিড় ধরেছে তার। সেই সন্দেহের কারণেই তার হাতের এক্স-রে করানো হয়েছে। রিপোর্ট এখনও হাতে আসেনি জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডের। রিপোর্ট হাতে আসলেই জানা যাবে তার আঙ্গুলের চূড়ান্ত অবস্থা।
আঙ্গুলের হারে চিড় ধরলে জার্ভিস ছিটকে যেতে পারেন চলতি ত্রিদেশীয় সিরিজের বাকি ম্যাচগুলো থেকে। আগামী তিন জুলাই ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে।