ভারত দলে আইপিএল মাতানো দুই তরুণ

promotional_ad

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি২০ সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। গত ২৭ জুন ম্যালাহাইডে দলের অনুশীলনে আঙ্গুলে ব্যাথা পান তিনি। ইংল্যান্ড সিরিজের আগে ভারতীয় দলে এটি একটি বড় ধাক্কা।


বুমরাহর মতোই পায়ের চোটের কারণে টি ২০ সিরিজে খেলতে পারবেন না স্পিনার ওয়াশিংটন সুন্দরও। সুন্দর ভারতীয় দলের অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যাথা পান। ফলে টি২০ দলের বাইরে চলে গেছেন তিনিও।


এই দুজনের বদলি হিসেবে ভারতীয় দলে ডাক পেয়েছেন দীপক চাহার ও ক্রুনাল পান্ডিয়া। আইপিএল ও ইংল্যান্ডে চলতি ভারত এ দলের সফরে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে তাঁরা ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ দলে সুযোগ পেলেন এই দুই তরুণ।


promotional_ad

ইংল্যান্ড সফরের জন্য ভারতের ওয়ানডে দলে ছিলেন চাহার। এদিকে চাহার ও ক্রুনাল বর্তমানে ইংল্যান্ডে ভারত এ দলের হয়ে তিন দলীয় সিরিজ খেলছে। টুর্নামেন্টে দুজনই দারুণ পারফরমেন্স করছেন।


ইংল্যান্ডে চলতি সফরে ৫ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন চাহার। তাছাড়া ক্রুনাল ৩ ম্যাচে ২ উইকেট দখল করেছেন। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের আসরেও বল হাতে অপ্রতিরোধ্য ছিলেন এই অলরাউন্ডার।


ইংল্যান্ডের বিপক্ষে আগামী ৩ জুলাই টি২০ সিরিজ শুরু করবে ভারত। সিরজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৮ জুলাই। এরপর দুদল টেস্ট ও ওয়ানডে সিরিজেও মাঠে নামবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball