আইরিশদের হোয়াইটওয়াশ করতে পারবে বাংলাদেশ?

ছবি:

এশিয়া কাপ থেকেই দারুণ ফর্মে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতকে হারিয়ে কোনো বড় প্রথম আসরের শিরোপা জিতেছে তারা। চলতি আয়ারল্যান্ড সফরেও সেই ফর্ম ধরে রেখেছে শামীমা-জাহানারারা।
ইতিমধ্যেই ৩ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগ্রেসরা। রবিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এখন পর্যন্ত কোনো দলকে হোয়াইট ওয়াশের লজ্জায় ফেলতে পারেনি সালমারা।

বিদেশের মাটিতে তো বটেই প্রথম বারের মতো কোনো দলকে হোয়াইট ওয়াশ গৌরব অর্জন করতেই রবিবার মাঠে নামবে বাংলাদেশ নারী দল। বাংলাদেশ নারী ক্রিকেট দলও স্বপ্ন দেখছে ইতিহাস গড়ার।
নিজেদের সাম্প্রতিক ফর্মটা এই ম্যাচে ধরে রাখতে পারলেই কাজটা সহজ হয়ে যাবে। কারণ ব্যাটে বলে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন শামীমা-জাহানারারা। কদিন পরেই শুরু হবে টি২০ বিশ্বকাপের বাছাই পর্ব। সেই লক্ষ্যে নেদারল্যান্ডসে উড়ে যাবে বাংলাদেশের মেয়েরা।
এর আগে এমন বড় সাফল্য নিয়ে যেতে পারলে আত্মবিশ্বাসটা আরও উপরে থাকবে বাংলাদেশ দলের। তাই রোববারের ম্যাচে যেকোনো ভাবেই জয় চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডের ডাবলিনে রোববার ১ জুলাই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায়।