promotional_ad

প্রস্তুতি ম্যাচে টাইগার বোলারদের প্রাপ্তি-অপ্রাপ্তি

promotional_ad

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পেসারদের পারফরমেন্স হতাশ করছে সবাইকে। বাংলাদেশ দল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এখন ওয়েস্ট ইন্ডিজে। এই সফরেই নিজেদের সেরা পারফরমেন্স দেখানোর সুযোগ টাইগার পেসারদের।


অন্তত প্রস্তুতি ম্যাচ শেষে এমনটা আশা করাই যায়। বাংলাদেশের চার পেসারই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে দারুণ বোলিং করেছেন। তামিম-মাহমুদুল্লাহর জোড়া সেঞ্চুরিতে টাইগাররা ৪০৩ রানের বড় সংগ্রহের পর ওয়েস্ট ইন্ডিজ বোর্ড প্রেসিডেন্ট একাদশ করেছে ৮ উইকেটে ৩১০ রান।


সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন  দুই পেসার শফিউল ইসলাম ও টেস্ট স্কোয়াডে প্রথমবার সুযোগ পাওয়া আবু জায়েদ। দুজনই দুটি করে উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট দখল করেছেন রুবেল হোসেন ও কামরুল ইসলাম রাব্বি।


দারুণ বোলিং করলেও বল হাতে খরুচে ছিলেন শফিউল ইসলাম। ১২ ওভার বল করে ওভার প্রতি ৪ করে রান দিয়েছেন। নতুন বলে দারুণ কার্যকারিতার জন্যই টেস্ট স্কোয়াডে ডাকা হয়েছে আবু জায়েদকে। প্রস্তুতি ম্যাচেও এর ঝলক দেখিয়েছেন।



promotional_ad

ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফিরিয়েছেন ক্যারিবিয়ান ওপেনার ক্যাম্পবেলকে। নতুন বলে উইকেটের দেখা পেয়েছে রুবেল হোসেনও। তৃতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়ে  দলকে প্রাথমিক বিপর্যয় থেকে রক্ষা করেন ত্যাগনারায়ণ চন্দরপল ও শামার ব্রুকস।


ব্যক্তিগত ২৪ রানে ত্যাগনারায়ণকে ফিরিয়ে এই জুটি ভেঙেছেন কামরুল ইসলাম রাব্বি। প্রস্তুতি ম্যাচে ক্যারিবিয়ানদের এগিয়ে রেখেছে শিমরন হেটমায়ার ও শামরাহ ব্রুকস জুটি। তারা চতুর্থ উইকেটে যোগ করেন ১৩০ রান।


৭২ রান করা উইন্ডিজ প্রেসিডেন্টস একাদশের অধিনায়ক শামরাহ ব্রুকস লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন শফিউলের বলে। আউট হওয়ার আগে ১৩৮ বলে ১৯ চার ও ১ ছক্কায় ১২৩ রানের চমৎকার ইনিংস খেলে যান হেটমায়ার।


ম্যাচটি শেষমেশ ড্র হলেও টাইগার বোলাররা অনেক প্রাপ্তি নিয়েই মাঠ ছেড়েছেন। আবু জায়েদ ৩৯ রান খরচায় নিয়েছে ২ উইকেট। শফিউলও ২ উইকেট দখল করেছেন ৪৮ রানে। তাছাড়া রুবেল, রাব্বি, মাহমুদউল্লাহ ও মুমিনুল প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।



ফলে বলাই যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতভাগ প্রস্তুতি নিয়েই মাঠে নামছে বাংলাদেশ দল। তবে একটি অপ্রাপ্তি আছে ঠিকই। বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান ৯ ওভার হাত ঘুরিয়ে কোনো উইকেটের দেখা পাননি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball