সেঞ্চুরিতে মোসাদ্দেকের বার্তা

ছবি:

জাতীয় দলের হয়ে ২০১৬ সালে সবশেষ ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর চোখের ইনজুরি দলের বাইরে ঠেলে দেয় এই অলরাউন্ডারকে। অনিয়মিত হয়ে পড়েন জাতীয় দলে।
তবে, ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই ব্যাট হাসছিলো তার। বিসিএলের শেষ ম্যাচের দুই ইনিংসে অপরাজিত ২১ ও ১০২ ইনিংস খেলেছিলেন তিনি। এই ফর্ম লঙ্কান এ দলের বিপক্ষেও ধরে রাখলেন মোসাদ্দেক। ব্যাট হাতে করেছেন টানা দ্বিতীয় সেঞ্চুরি।
আগেরটি সাউথ জোনের হয়ে চলতি বছরের এপ্রিলে। রাজশাহীতে বিসিএলের সবশেষ রাউন্ডে সেন্ট্রাল জোনের বিপক্ষে ১০২ রানে অপরাজিত থাকেন এ ডানহাতি। এই সেঞ্চুরিই জাতীয় দলের দরজা খুলে দিতে পারে মোসাদ্দেকের।

জাতীয় দলের নির্বাচকদের জন্য এটি একটি বার্তাও। এদিন ব্যাট হাতে দায়িত্বশীল এক ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন তিনি। শুরুতেই দুই ওপেনার তুষার ইমরান ও সৌম্য সরকারের উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ এ দল।
তারপর অভিজ্ঞ সাব্বির রহমানকে নিয়ে ১৭৪ রানের জুটি গড়ে চা বিরতিতে যান মোসাদ্দেক। তৃতীয় সেশনের শুরুতেই সেঞ্চুরি তুলে নেন এ দলের অধিনায়ক মোসাদ্দেক। ১৯৮ বলে সেঞ্চুরি তুলে নিলেও দেড়শোর ঘরে নিতে পারেননি এটাকে।
লঙ্কান বাঁহাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়ার বলে বোল্ড হয়ে ১৩৫ রানে সাজঘরে ফিরেছেন তিনি। তার ২৪৩ বলের ইনিংসটি ৯ চার ও ৩ ছয়ে সাজানো ছিল। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি মোসাদ্দেকের দশম সেঞ্চুরি।
মোসাদ্দেক ফিরে গেলেও সাব্বির দিন শেষে ১৪৪ রান করে অপরাজিত আছেন। খেলেছেন ২৫৭ বল। তার সঙ্গী উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান অপরাজিত আছেন ২৭ রান করে।