বল হাতে আলো ছড়ালেন পেসার খালেদ

ছবি:

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সবশেষ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন পেসার সৈয়দ খালেদ আহমেদ। দারুণ গতিতে সবাইকে চমক দেখিয়েছিলেন এই পেসার। এর পর থেকে আড়ালেই ছিলেন।
তবে, শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের চারদিনের ম্যাচের প্রথম দিনে আলো ছড়িয়েছেন এই পেসার। প্রথমে এ দলের স্কোয়াডে ছিলেন না খালেদ। আরেক পেসার শরিফুল ইসলামের ইনজুরিতে স্কোয়াডে ডাক পান তিনি।
এরপর সরাসরি একাদশে জায়গা করে নিয়েছেন। এই সুযোগ হেলায় হারাতে দেননি। চট্টগ্রামে চারদিনের ম্যাচে প্রথমদিনে শ্রীলঙ্কা ‘এ’ দলের উইকেট পড়েছে ৪টি। যার ৩টিই নিয়েছেন সিলেটের পেসার খালেদ।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চার দফা বৃষ্টির বাগড়ায় খেলা হয়েছে ৬০.২ ওভার। প্রথম দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৭১ রান। লঙ্কান ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে ৬৬ রানে ও চারিথ আশালঙ্কা ১২ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।
টস জিতে ব্যাট করতে নামা লঙ্কান এ দলকে ভালো শুরু পেতে দেননি খালেদ। স্কোরবোর্ডে ১২ রান তোলার পরই লাহিরু মিরান্থা উইকেটের পেছনে জাকির হাসানের ক্যাচ বানান বোলার খালেদ।
এরপর শ্রীলঙ্কা টেস্ট দলের ওপেনার দিমুথ করুনারত্নের সঙ্গে লাথিরু থিরিমান্নে জুটি বেঁধে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। এই দুজনে দ্বিতীয় উইকেটে যোগ করে ৮৫ রান। এই জুটিও ভেঙেছেন খালেদ।
৬১ রান করা অধিনায়ক দিমুথ করুনারত্নেকে আউট করে সাজঘরে ফিরিয়েছেন তিনি। প্রিয়ারঞ্জনের উইকেট দখল করেছেন পেসার আবু হায়দার রনি। এই লঙ্কান ব্যাটসম্যানও উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়েছে।
সাদিরা সামারাবিক্রমাকে ২ রানে আউট করে নিজের তৃতীয় তুলে নেন খালেদ আহমেদ। প্রথম দিনে ১৪ ওভার বল করে ৩৭ রান দেন এই পেসার। যার মধ্যে ৬টি মেডেন। দ্বিতীয় দিনে আরো ভালো করার সুযোগ রয়েছে এই পেসারের।