promotional_ad

সেরে উঠছেন মুস্তাফিজ

promotional_ad

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগায় পৌঁছেছে বাংলাদেশ দল। মঙ্গলবার স্যার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনে নামার কথা রয়েছে টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটারদের।


টেস্ট স্কোয়াডের বাইরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার এদিন চট্টগ্রামে বাংলাদেশ এ দলের হয়ে খেলার জন্য মাঠে নামবেন। তাছাড়া, বেশ কয়েকজন ক্রিকেটার ওয়ানডে সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করতে অনুশীলন শুরু করেছেন।


ইনজুরিতে দলের বাইরে থাকা মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ নিজেদের ফেরানোর মিশনে মাঠে নেমেছেন। মুস্তাফিজ পায়ের আঙ্গুলের ইনজুরির কারণে খেলতে পারেননি ভারতে অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ।


promotional_ad

পুরোপুরি ফিট না হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের দল থেকেও ছিটকে গেছেন। সোমবার বল হাতে বিসিবির একাডেমীতে অনুশীলন করেছেন তিনি। তবে এখনই পূর্ণ রান আপে বল করতে পারছেন না এই পেসার।


ছোটো রান আপে বল ছুড়েছেন অনেকক্ষণ। তবে বৃষ্টির বাগড়ায় অবশ্য বোলিং সেশন লম্বা হয়নি। বিসিবির মেডিকেল বিভাগ আশা করছে ওয়ানডে সিরিজের আগেই পুরোপুরি সেরে উঠবেন কাটার মাস্টার।


বাংলাদেশ এ দলের দ্বিতীয় চারদিনের ম্যাচের আগে মুস্তাফিজ ফিট হয়ে গেলে তাকে মাঠে নামিয়ে দেয়া হতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন  ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্য।


আরেক পেসার তাসকিন আহমেদ বেশ অনেকদিন ধরেই পিঠের ইনজুরিতে ভুগছেন। এখনও বোলিং শুরু করতে না পারলেও জিমে নিয়মিতই অনুশীলন করছেন তিনি। আরও সপ্তাহখানিক এই অনুশীলন চালিয়ে যেতে হবে তাকে। বোলিং অনুশীলন শুরু করবেন ২ জুলাই থেকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball