মমিনুলের বিদেশ সমস্যা

ছবি:

টেস্ট ম্যাচ আসলেই টাইগার স্কোয়াডে জায়গা মিলে মমিনুল হকের। আলাদাভাবে লাল-সবুজের ভক্ত সমর্থকরাও তাকিয়ে থাকেন তার দিকে। তার ব্যাট হাসলেই স্কোরবোর্ডে বড় রান জমা হয় বাংলাদেশের।
অভিষেকের পর থেকেই বাংলাদেশের টেস্ট দলে অন্যরকম আস্থার প্রতীক মমিনুল। ইতিমধ্যেই করেছেন ছয়টি সেঞ্চুরি। তবে ছয়টি সেঞ্চুরির সবকয়টি দেশের মাটিতেই।
পাঁচটি করেছেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং একটি করেছেন ঢাকায়, হোম অফ ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। মমিনুলের যে বিদেশ যাত্রা হয়নি, তা কিন্তু না।

তার অভিষেকই হয়েছিলো শ্রীলংকার মাটিতে, টেস্ট সিরিজে। এরপরে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারতসহ অনেক জায়গাই খেলেছেন মমিনুল। কিন্তু সেঞ্চুরির দেখা পাননি।
দলের হয়ে ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরেও গিয়েছিলেন। উইন্ডিজের মাটিতে চার ইনিংস খেলে অবশ্য দুটি ফিফটি পেয়েছিলেন তিনি (৫১ ও ৫৬)। তবে বিদেশে সেঞ্চুরির ক্ষরা লেগেই আছে তার।
এবারও একাদশে সুযোগ পাবেন মমিনুল এমনটা বলাই যায়, কিন্তু কতটুকু সফল হবেন বা সেঞ্চুরি পাবেন কিনা তিনি সেটাই দেখার অপেক্ষা।