promotional_ad

গ্যাব্রিয়েল-রোচদের কিভাবে সামলাবে টাইগাররা?

promotional_ad

শ্রীলংকার বিপক্ষে চলতি টেস্ট সিরিজে বল হাতে দুর্দান্ত ফর্মে দুই উইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েল এবং কিমার রোচ। তিন ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা।


আর একটি টেস্ট শুরু হচ্ছে বাংলাদেশ সময় শনিবার রাতে। উইন্ডিজ এই দুই পেসার যতটা ইনফর্ম এই মুহুর্তে, তাতে মনেই হচ্ছে শ্রীলংকা এই সিরিজে হার এড়াতে দুর্ভোগ পোহাবে।


এদিকে এই দুই পেসারের ভীতিতে শুধু শ্রীলংকা দল নয়, ভীতিতে আছে বাংলাদেশ দলও। কেননা শ্রীলংকার সঙ্গে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি খেলেই বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ উইন্ডিজের।



promotional_ad

আর তাই স্বভাবতই চাপে টাইগার ব্যাটসম্যানরা। এজন্য কিছুটা হোমওয়ার্কও সেরে নিয়ে গেছেন তারা। ঈদের ছুটিতে হোম অফ ক্রিকেট শের-ই-বাংলায় দেখা যায় দুই টাইগার ক্রিকেটার তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমকে।


দলের বাকীরা ছুটিতে যার যার ব্যক্তিগত কাজে থাকলেও এই দুজন ভেজা উইকেটে ঝালিয়ে নিচ্ছিলেন তাদের। এছাড়া নেট বোলাররা রোজার মধ্যেও ঘণ্টার পর ঘণ্টা বল করে যাচ্ছিলেন তাদের।


বাউন্সার, ইয়র্কার বা আউটসুইং যতটুকু নেট বোলারদের দিয়ে করানো যায় সেটাই করিয়ে নিচ্ছিলেন তামিম-মুশফিক। ঈদের ছুটির আগেই কপালে চিন্তার ভাঁজ ফেলেছিলেন এই দুজন। 



উল্লেখ্য, শ্রীলংকার বিপক্ষে দুই টেস্ট খেলে শ্যানন গ্যাব্রিয়েল নিয়েছেন ১৩ গড়ে ১৭ টি উইকেট। দুই টেস্টে কেমার রোচের উইকেট সংখ্যা প্রায় ২৭  গড়ে  ৮ টি। এর মধ্যে দ্বিতীয় টেস্টেই ১৩ টি উইকেট নিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল। 


হয়েছেন ম্যাচ সেরাও। টাইগার ব্যাটসম্যানরা উইন্ডিজের হোম কন্ডিশনেও নিজেদের ঝালাই করার চেষ্টায় থাকবেন। তবে কিভাবে তারা উইন্ডিজের এই পেস দ্বয়ীর বিপক্ষে সফল হবেন, সেটাই দেখার বিষয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball