'এ' দলের খেলায় ভেন্যু পরিবর্তন

ছবি:

শুক্রবার রাতেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে শ্রীলংকা 'এ' দল। এই সফরে তারা তিনটি চারদিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে। এদিকে এরই মধ্যে 'এ' দলের সিরিজটির সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আর সূচি অনুযায়ী আগামী ২৬শে জুন থেকে শুরু হয়ে আগামী মাসের ২২ তারিখ পর্যন্ত চলবে তাদের এই সফর। তবে এই সূচিতে আসছে ভেন্যু পরিবর্তন। চার দিনের প্রথম ম্যাচটি হওয়ার কথা ছিল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
তবে সেখানকার খারাপ আবহাওয়ার কারণে প্রথম ম্যাচটি আর সেখানে হচ্ছে না। তারিখ ঠিক রেখে সেটা সরিয়ে আনা হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এছাড়া সূচিতে অন্য কোনও পরিবর্তন করেনি বোর্ড।
শ্রীলঙ্কা ও বাংলাদেশ 'এ' দলের পরিবর্তিত সূচি-

১। ২৬শে জুন থেকে ২৯শে জুন, ২০১৮--- প্রথম চার দিনের ম্যাচ (ভেন্যুঃ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম)
২। ৩রা জুলাই থেকে ৬ই জুলাই, ২০১৮--- দ্বিতীয় চার দিনের ম্যাচ (ভেন্যুঃ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কক্সবাজার)
৩। ১০ই জুলাই থেকে ১৩ই জুলাই, ২০১৮--- তৃতীয় চার দিনের ম্যাচ (ভেন্যুঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট)
৪। ১৭ই জুলাই, ২০১৮--- প্রথম একদিনের ম্যাচ (ভেন্যুঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট)
৫। ১৯ই জুলাই, ২০১৮---দ্বিতীয় একদিনের ম্যাচ (ভেন্যুঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট)
৬। ২২শে জুলাই, ২০১৮--- তৃতীয় একদিনের ম্যাচ (ভেন্যুঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট)