এবার টি-টুয়েন্টিতে কিউই মেয়েদের দলীয় রানের বিশ্বরেকর্ড

ছবি:

বেশ কিছুদিন ধরেই ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে কিউই নারী দলের ক্রিকেটাররা। আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে কিছুদিন আগেই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই চারশ এর উপরে রান করেছিল তারা।
প্রথম ম্যাচে সব উইকেট হারিয়ে ৪৯০ রান সংগ্রহ করেছিল নিউজিল্যান্ডের মেয়েরা। এর পরের ম্যাচে ৪১৮ রানের বড় সংগ্রহ গড়েছিল তারা। এরপর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও ৪৪০ রানের বড় সংগ্রহ গড়েছিল নিউজিল্যান্ডের মেয়েরা।
সব মিলিয়ে সেই সিরিজে কিউই মেয়েরা ১৩৪৮ রান করেছে তিন ম্যাচে। নারী দলের কোনো সিরিজের কোনো দলের এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। আর এবার টি-টুয়েন্টি ম্যাচেও নিজেদের রানবন্যা অব্যাহত রেখেছে তারা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বুধবার দিন টি-টুয়েন্টি ম্যাচে করেছে এক উইকেটে ২১৬ রান। এটাই টি-টুয়েন্টি ক্রিকেটে মেয়েদের করা সবচেয়ে বেশি রান। অধিনায়ক সুজি বেটসের সেঞ্চুরিতে এমন সংগ্রহ গড়েছে তারা।
বেটস করেন ৬৬ বলে ১২৪ রান। ইনিংসে ছিল ১৬ টি চার আর ৩ টি ছয়ের মার। আরেক ওপেনার সোফি ডিভাইন করেন ৪৮ বল খেলে ৭৩ রান। ইনিংসে ছিল চারটি চার ও সমান ছক্কার মার।
তাদের করা দলীয় ২১৬ রানের সুবাদে ৬৬ রানের সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে কিউই নারীরা। ছয় উইকেটে ১৫০ রানে থামে আফ্রিকার প্রমিলারা। অধিনায়ক ড্যান ভ্যান নাইকার্ক দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন।