promotional_ad

ম্যাচ ছেড়ে দিতে প্রস্তুত ছিল শ্রীলঙ্কা!

promotional_ad

সেন্ট লুসিয়া টেস্ট বয়কট করার পরিকল্পনা করেছিল শ্রীলঙ্কানরা। লঙ্কানদের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ আনার প্রতিবাদে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন প্রতিবাদ স্বরূপ দুই ঘণ্টা বিলম্বে মাঠে নামে চান্দিমালরা।


জানা গেছে, দুই ঘণ্টা বিলম্বে নয় বরং খেলাই ছাড়তে চেয়েছিল দীনেশ চান্দিমালের দল। শ্রীলঙ্কার ক্রিকেটের বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভার ফোনের পর খেলোয়াড়রা মাঠে নামে।


ক্রিকবাজকে লঙ্কান ক্রিকেটের এক কর্তা জানিয়েছেন, 'ক্রিকেটার ও ম্যানেজমেন্ট খেলা বয়কটের ক্ষেত্রে একমত ছিল। কারন আম্পায়াররা বল টেম্পারিং এর অভিযোগ করলেও কোন প্রমান দেখাতে পারে নি। কিন্তু বোর্ড খেলা ছাড়ার বিপক্ষে মত দিয়েছে।'



promotional_ad

সেন্ট লুসিয়া টেস্টর তৃতীয় দিন সকাল সাড়ে নয়টার দিকে খেলা শুরু হওয়ার কথা ছিল। এই সমত আম্পায়ার দুই উইন্ডিজ ব্যাটসম্যান মাঠে নামলেও লঙ্কান প্লেয়াররা ড্রেসিং রুম থেকে বের হয় নি। 


অধিনায়ক দীনেশ চান্দিমাল, কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ও ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথকে এই সময় এক সাথে দেখা যায়। ১০.৫০ এর দিকে লঙ্কানরা মাঠে আসলেও দিনের প্রথম বল করার আগেই লঙ্কানরা মাঠ ছেড়ে বেরিয়ে আসে। 


তৃতীয় দিন শেষে লঙ্কান কাপ্তান দীনেশ চান্দিমালের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের লিখিত অভিযোগ জানান দুই আম্পায়ার ইয়ান গোল্ড ও আলিম দার রিচার্ড ক্যাটলবারগ। লঙ্কান কাপ্তান অবশ্য বল টেম্পারিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন। সেন্ট লুসিয়া টেস্ট শেষেই এই ইস্যুতে শুনানির সম্মুখিন হতে হবে চান্দিমালকে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball